Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Training Related Suggestion

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্:

কৃষি তথ্য সার্স আঞ্চলিক কার্ালয় খুলনার ২৫টি কম্পিউটার সমৃদ্ধ একটি আধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে। এখানে বিভিন্ন সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সমূহের বিভিন্ন প্রকল্পের অধীনে অফিসার ও কর্চারীদের কম্পউটার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে। কম্পিউটার ল্যাব ব্যবহারের নীতিমালার আলোকে সরকারি অফিস সমূহের জন্য প্রতিদিনের ল্যাব চার্ ৪,০০০/-(চার হাজার টাকা) এবং সার্স চার্ হিসেবে ২০০০/-(দুই হাজার টাকা) প্রদান সাপেক্ষে এ ল্যাব ব্যবহারের অনুমতি রযেছে।

অফিস ও ল্যাবের অবস্থান: কৃষি তথ্য সার্সের আঞ্চলিক কার্ালয়, ২৫২/১ শের এ বাংলা রোড, খুলনা ( নিরালা শিশু পল্লীর বিপরীতে) ।