Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


কী সেবা কিভাবে পাবেন

কী সেবা কি ভাবে পাবেনঃ

  • কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানের খবর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারে সহায়তা করা ।
  • আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষাবাদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান ।
  • আঞ্চলিক কৃষি বিষয়ক বিভিন্ন ফিচার, কৃষকের সফলতা প্রচার, সমসাময়িক কৃষি সমস্যাবলী কৃষি বিজ্ঞপ্তি আকারে প্রচার করা ।
  • সরকারের কৃষি বিষয়ক  নীতিনির্ধারন সিদ্ধান্তবলী প্রচারে সহায়তা করা ।
  • কৃষি বিষয়ক একমাত্র সরকারি মাসিক পত্রিকা কৃষিকথা কৃষক পর্যায়ে গ্রাহক সংগ্রহ করা ।
  • বিভিন্ন ফসলের চাষাবাদ সম্বলিত পোষ্টার ,ফোল্ডার ,লিফলেট,কৃষক কৃষি কর্মী ও কৃষি কর্মকর্তা পর্যায়ে পৌছানোর ব্যবস্থা করা ।
  • সরকারের ডিজিটাল কার্যক্রমের অংশ হিসেবে কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অঞ্চলের নয় জেলায় ২৬ টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপনের মাধ্যমে  ‍কৃষক পর্যায়ে দ্বোর গোড়ায় কৃষি তথ্য সেবা পৌছানোর ব্যবস্থা করা ।
  • সিনেমা ভ্যানের মাধ্যমে  কৃষক পর্যায়ে কৃষি বিষয়ক বিভিন্ন প্রযুক্তি সম্বলিত  চলচ্চিত্র প্রদর্শণ  করা ।