প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্:
কৃষি তথ্য সার্স আঞ্চলিক কার্ালয় খুলনার ২৫টি কম্পিউটার সমৃদ্ধ একটি আধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে। এখানে বিভিন্ন সময়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সমূহের বিভিন্ন প্রকল্পের অধীনে অফিসার ও কর্চারীদের কম্পউটার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে। কম্পিউটার ল্যাব ব্যবহারের নীতিমালার আলোকে সরকারি অফিস সমূহের জন্য প্রতিদিনের ল্যাব চার্ ৪,০০০/-(চার হাজার টাকা) এবং সার্স চার্ হিসেবে ২০০০/-(দুই হাজার টাকা) প্রদান সাপেক্ষে এ ল্যাব ব্যবহারের অনুমতি রযেছে।
অফিস ও ল্যাবের অবস্থান: কৃষি তথ্য সার্সের আঞ্চলিক কার্ালয়, ২৫২/১ শের এ বাংলা রোড, খুলনা ( নিরালা শিশু পল্লীর বিপরীতে) ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS