কৃষি বিজ্ঞপ্তি
প্রচার ধরণ: চাষাবাদ, বাংলাদেশ বেতার,খুলনা।
কৃষি তথ্য সার্ভিস, খুলনার এক বিজ্ঞপ্তিতে অতিরিক্ত ঠান্ডাজনিত কারনে বোরো বীজতলা রক্ষায় করনীয় সম্পর্কে চাষী ভাইদের প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেয়া হচ্ছে-এ সময় বোরো বীজতলার বিশেষ যত্ন নেয়া দরকার। অতিরিক্ত শীতের প্রকোপের কারণে বোরো বীজতলায় বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগের আক্রমন হতে পারে। যেমন- চারা হলদে হওয়া, চারার গোড়া পঁচা, ধ্বসে পড়া, পাতা পঁচা, পাতা ঝলসানো রোগ এ সব অন্যতম। এ জন্য চাষী ভাইদের যে সকল কাজগুলো করতে হবে তা হলো- সাধারনভাবে বীজতলায় ১-২ ইঞ্চি পানি ধরে রাখতে হবে। বীজতলার পানি সকালে বের করে দিয়ে আবার সন্ধ্যায় নতুন পানি ভরে দিতে হবে।
* শৈত্য প্রবাহের সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে সকাল ১০/১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে রাখতে হবে এবং সূর্য ডোবার সাথে সাথে পলিথিন তুলে দিতে হবে।
* প্রতিদিন সকালে রশি টানা দিয়ে চারা থেকে কুয়াশার পানি ফেলে দেয়া দরকার।
* চারা হলদে হয়ে গেলে প্রতি বর্গমিটারে ৭ গ্রাম ইউরিয়া উপরি প্রয়োগ করতে হবে। এরপর ও যদি চারা সবুজ না হয় তাহলে প্রতি বর্গমিটারে ১০ গ্রাম করে জিপসাম দিতে হবে।
* বীজতলায় চারার গোড়া পঁচা বা পাতা পঁচা রোগ দেখা গেলে কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি ১ লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
* ঠান্ডার কারনে চারায় ধ্বসে পড়া রোগ দেখা দিলে বীজতলা থেকে পানি সরিয়ে দিতে হবে।
* চারা রোপনের সময় শৈত্যপ্রবাহ থাকলে কয়েকদিন দেরি করে চারা রোপন করা প্রয়োজন। মনে রাখা দরকার সুস্থ-সবল চারা অধিক ফলনের পূর্বশর্ত।
বিস্তারিত তথ্যের জন্য কৃষি কল সেন্টার ১৬১২৩ এ কল করুন অথবা স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন।
কৃষি বিজ্ঞপ্তি টি জানিয়ে দেয়া হলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS