Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
ঠান্ডাজনিত কারনে বোরো বীজতলা রক্ষায় করনীয়
Details

কৃষি বিজ্ঞপ্তি

        প্রচার ধরণ: চাষাবাদ, বাংলাদেশ বেতার,খুলনা।

                       কৃষি তথ্য সার্ভিস, খুলনার এক বিজ্ঞপ্তিতে অতিরিক্ত ঠান্ডাজনিত কারনে বোরো বীজতলা রক্ষায় করনীয় সম্পর্কে চাষী ভাইদের প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেয়া হচ্ছে-এ সময় বোরো বীজতলার বিশেষ যত্ন নেয়া দরকার। অতিরিক্ত শীতের প্রকোপের কারণে বোরো বীজতলায় বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগের  আক্রমন হতে পারে। যেমন- চারা হলদে হওয়া, চারার গোড়া পঁচা, ধ্বসে পড়া, পাতা পঁচা, পাতা ঝলসানো রোগ এ সব অন্যতম। এ জন্য চাষী ভাইদের যে সকল কাজগুলো করতে হবে তা হলো- সাধারনভাবে বীজতলায় ১-২ ইঞ্চি পানি ধরে রাখতে হবে। বীজতলার পানি সকালে বের করে দিয়ে আবার সন্ধ্যায়  নতুন পানি ভরে দিতে হবে।

* শৈত্য প্রবাহের সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে সকাল ১০/১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে রাখতে হবে এবং সূর্য ডোবার সাথে সাথে পলিথিন তুলে দিতে হবে।

* প্রতিদিন সকালে রশি টানা দিয়ে চারা থেকে কুয়াশার পানি ফেলে দেয়া দরকার।

* চারা হলদে হয়ে গেলে প্রতি বর্গমিটারে ৭ গ্রাম ইউরিয়া উপরি প্রয়োগ করতে হবে। এরপর ও যদি চারা সবুজ না হয় তাহলে প্রতি বর্গমিটারে ১০ গ্রাম করে জিপসাম দিতে হবে।

* বীজতলায়  চারার গোড়া পঁচা বা পাতা পঁচা রোগ দেখা গেলে কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্রতি ১ লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

* ঠান্ডার কারনে চারায় ধ্বসে পড়া রোগ দেখা দিলে বীজতলা থেকে পানি সরিয়ে দিতে হবে।

* চারা রোপনের সময় শৈত্যপ্রবাহ থাকলে কয়েকদিন দেরি করে চারা রোপন করা প্রয়োজন। মনে রাখা দরকার সুস্থ-সবল চারা অধিক ফলনের পূর্বশর্ত।

বিস্তারিত তথ্যের জন্য কৃষি কল সেন্টার ১৬১২৩ এ কল করুন অথবা  স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে বা  নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন।

কৃষি বিজ্ঞপ্তি টি জানিয়ে দেয়া হলো।

 

Attachments
Image
Publish Date
16/01/2023
Archieve Date
09/02/2023