সরকার দেশের সার্বিক কৃষির উৎপাদন অব্যহত রাখতে ভুর্তুকীর পরিমাণ বাড়িয়েছে। বিশ্ববাজারে সারের মূল্য বৃদ্ধি পাওয়ায় এ ভুতুর্কীর পরিমাণ বেড়েছে। এজন্য আমাদের সুষম সার ব্যবহারের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সরেজমিন উইং পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম ১৬ ফেব্রুয়ারী সকালে যশোরের খয়েরতলায় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কনফারেন্স রুমে ডিএই খুলনা ও যশোর আঞ্চল আয়োজিত বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। তিনি আরো বলেন, আমরা খোরপোষ কৃষি থেকে বেরিয়ে এখন বাণিজ্যিক কৃষিতে এগিয়ে যাচ্ছি। কীটনাশকের ক্ষতিকর দিক ও এর দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া সম্পর্কে কৃষকদের অধিক সচেতন করে তুলতে হবে। এতে আমরা নিরাপদ খাদ্য উৎপাদনে সক্ষম হবো এবং বিদেশে রপ্তানীর মাধ্যমে দেশের আয় বৃদ্ধি করা সম্ভব হবে। তিনি সাসটেনেবল কৃষির প্রসার ঘটাতে উপস্থিত কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ এতে সভাপতিত্ব করেন। মতবিনিময়কালে বিশেষ অতিথি হিসেবে ডিএই সরেজমিন উইং এর অতিরিক্ত পরিচালক (সম্প্রসারণ ও কো-অর্ডিনেশন) কৃষিবিদ হাবিবুর রহমান চৌধুরী ও খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে এটিআই দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ সত্যব্রত নাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক উপস্থিত ছিলেন। বক্তারা পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষক যেন পণ্যের নায্য মূল্য পায় সেদিকে দৃষ্টি রাখতে উপস্থিত কর্মকর্তাদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা ও যশোর অঞ্চলের সকল জেলার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, এসসিএ, হর্টিকালচার সেন্টর, কৃষি তথ্য সার্ভিস এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদদাতাঃ কৃষিবিদ শারমিনা শামিম, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃতসা,খুলনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS