Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
শরীয়তপুর সদরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
Details

কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় গত ২২ মে ২০২২ইং তারিখে বড় সুন্দীপ, চিকন্দী, সদর উপজেলায় বারি খেসারি-৩ এর “মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন” অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কৃষিবিদ মো: গোলাম রাসুল, উপপরিচালক (ভারপ্রাপ্ত), ডিএই, খামারবাড়ী, শরীয়তপুর। তিনি তার বক্তব্যে বলেন এই প্রকল্পের ক্ষুদ্র মাঝারি উদ্যোগক্তারা (SME) প্রকল্পের মাধ্যমে ভালো মানের বীজ উৎপাদন করে তাদের এলাকায় প্যাকেট করে বাজারজাত করতে পারবে। এতে একদিকে ক্ষুদ্র ও মাঝারি কৃষি উদ্যোগক্তারা লাভবান হবেন সেই সাথে অন্যান্য কৃষকেরা উন্নত মানের বীজ সহজে ও কম মূল্যে ক্রয় করতে পারবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, চিকন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপসহকারি কৃষি কর্মকর্তা, বিনোদপুর ও চিতলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাবেক এবং বর্তমান ইউপি সদস্য বৃন্দ। এছাড়াও শতাধিক সম্মানিত কৃষক ও কৃষানী বৃন্দ উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
06/06/2022
Archieve Date
31/07/2022