Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
খুলনায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতির আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
Details

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের ২০২১-২২ অর্থ বছরে প্রকল্পের অগ্রগতি বিষয়ক আঞ্চলিক  কর্মশালা ১১ মে সকাল ৯টায় খুলনার দৌলতপুরস্থ ডিএই অডিটরিয়ামে  অনুষ্ঠিত হয়েছে।

 

             কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক এ কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে কৃষি আবহাওয়ার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিটি ফসলের কাংখিত ফলন পেতে শুরু থেকে তোলা পর্যন্ত  প্রতিটি পদক্ষেপে কৃষকসহ কৃষিবিদদের আবহাওয়া জনিত তথ্যের গুরুত্ব রয়েছে।  তিনি আবহাওয়া  তথ্য পদ্ধতি উন্নতিকরণ প্রকল্প থেকে প্রাপ্ত যন্ত্র সঠিকভাবে ব্যবহার করে কৃষকদেরকে দূর্যোগপূর্ণ বৈরী আবহাওয়া সম্পর্কে আগাম তথ্য প্রদানের জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রতি আহবান জানান।  ডিএই খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান কর্মশালার সভাপতিত্ব করেন।  

 

            দিনব্যাপী এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষি প্রশিক্ষণ  ইনষ্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ সত্যব্রত নাগ, ডিএই সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম ও সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.হারুনর রশীদ।

 

            পরবর্তিতে কর্মশালার  টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপপরিচালকগণ কৃষি আবহাওয়ার তথ্য উপাত্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। কর্মশালায়  কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ শারমিনা শামিমসহ  কৃষি গবেষণা, বিএডিসি, আবহাওয়া অধিদপ্তর ও  পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল এ কর্মশালার আয়োজন করে।

 সংবাদদাতাঃ মোঃ আবদুর রহমান,এআইসিও, কৃতসা, খুলনা।

Images
Attachments
Publish Date
11/05/2022
Archieve Date
30/06/2022