বঙ্গবন্ধুর আজীবনের স্বপ্ন ছিল মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তন করা। বঙ্গবন্ধুর হাত ধরে আমরা শুধু স্বাধীনতাই অর্জন করিনি তার সুদূরপ্রসারী চিন্তার ফলে আজ ৫০ বছর পরে বাংলাদেশের কৃষি বিশ্বের বৃহৎ উৎপাদনশীল দেশের তালিকায় অবস্থান করে নিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ সায়েদুল ইসলাম এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের আওতায় ১৪ জুন ২০২২ খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের সম্মেলন কক্ষে জাতীয় কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি আরো বলেন, দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা পানি, পানিকে কেন্দ্র করে নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসতে হবে। টেকসই কৃষি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে কৃষিকে সবচেয়ে লাভজনক পেশায় রুপান্তরিত করতে হবে। আমাদের যে প্রযুক্তিগুলো আছে সেগুলো ব্যবহার করে প্রযুক্তিনির্ভর, যন্ত্রনির্ভর ও বানিজ্যিক কৃষিতে রুপান্তরিত করতে পারলে বাংলাদেশে কৃষিই হবে অর্থনীতির মূল চালিকাশক্তি। চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, প্রতিনিয়ত কৃষি জমি কমছে। বৈরি পরিবেশ, আন্তর্জাতিক সমস্যাসহ সকলকিছু মোকাবেলা করে আগামীতে টেকসই উৎপাদন ব্যবস্থা ধরে রেখে খাদ্যপুষ্টি নিশ্চিত করতে হবে। কৃষিকে লাভজনক পেশায় পরিনত করে ২০৪১ সালের সুখি-সমৃদ্ধ, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সামিল হওয়ার আহবান জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর মহাপরিচালক কৃষিবিদ মোঃ বেনজীর আলম এ কর্মশালায় সভাপতিত্ব করেন। কর্মশালায় কি-নোট উপস্থাপন ও প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। মেট্রোপলিটন কৃষি অফিসার দৌলতপুর খুলনা কৃষিবিদ হুসনা ইয়াসমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই খামারবাড়ি ঢাকার সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, ডিএই খুলনা অঞ্চল, খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক।
দিনব্যাপী এ কর্মশালায় ডিএই খুলনা অঞ্চলের জেলা/উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বারি, ব্রি, এসআরডিআই, বিনা’র বিজ্ঞানীবৃন্দ, এসসিএ, এআইএস, বিএডিসি, কৃষি উদ্যোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ ১৩০ জন উপস্থিত ছিলেন।
সংবাদদাতাঃকৃষিবিদ শারমিনা শামিম,আরএফবিও,কৃতসা,খুলনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS