কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ বেনজীর আলম ২৫ মার্চ দুপুরে ডিএই ফরিদপুর অঞ্চলের কর্মকর্তাদের সাথে নির্বিঘ্নে বোরো ধানের উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন কৃষি কার্যক্রমের অগ্রগতি বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এ সময়ে তিনি বলেন, সরকারের সঠিক কৃষি নীতির কারণে দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে। আবাদি জমির পরিমাণ দিন দিন কমছে। আমাদের এ কষ্টার্জিত অর্জনকে ধরে রাখতে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। ফলন বাড়াতে আগামী বছরগুলোতে গবেষণা উদ্ভাবিত নতুন নতুন জাত ও প্রযুক্তির প্রয়োগ বাড়াতে হবে।
ডিএই ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মহাপরিচালক আরো বলেন, বিশ্ব বাজারে সারের মূল্য ৪ থেকে ৫ গুণ বৃদ্ধি পাওয়ায় সরকারের কৃষিতে ভূতুর্কীর পরিমাণ বেড়েছে। এ জন্য সঠিক পরিমাণে সারের ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি কৃষক পর্যায়ে অতিরিক্ত সার ব্যবহারে নিরুৎসাহিত ও কৃষি প্রণোদনার কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের প্রতি নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলার উপপরিচালক, হর্টিকালচার সেন্টার সমূহের উপপরিচালক, আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিনা শামিম ওজেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল এ মতবিনিময় সভার আয়োজন করে।
সংবাদদাতাঃ মোঃ আবদুর রহমান, এআইসিও, কৃতসা, খুলনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS