কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দিনব্যাপী এক সেমিনার ১০ জুন সকাল ১০টায় খুলনার দৌলতপুরস্থ ডিএই কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক বলেন, করোনা মহামারীরর সময়ে এ প্রকল্পের মাধ্যমে গ্রামীন পর্যায়ে শুধু নয়, শহরাঞ্চলেও পারিবারিক সবজি ও পুষ্টির চাহিদা নিশ্চিত করা সম্ভব হয়েছে। সেইসাথে প্রকল্পটি নিরাপদ খাদ্য উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান সেমিনারে সভাপতিত্ব করেন। প্রকল্পের মূল কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. আকরাম হোসেন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,, ডিএই সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, নড়াইলের উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় প্রমূখ।
প্রকল্পের সিনিয়র মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার কৃষিবিদ আব্দুল কাদের আজাদ এর সঞ্চলনায় এ সেমিনারে ডিএই খুলনা অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তবৃন্দ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিনা শামিম, প্রকল্পের আঞ্চলিক সমন্বায়ক কৃষিবিদ শেখ আব্দুল্লাহ ওয়াহেদসহ ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সেমিনারে মুক্ত আলোচনায় প্রকল্পের বিভিন্ন সফলতা ও সমস্যাসমূহ তুলে ধরা হয়।
সংবাদদাতাঃ কৃষিবিদ শারমিনা শামিম, আরএফবিও, কৃতসা, খুলনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS