কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস বলেছেন, বৈশ্বিক মন্দার কারণে মাননীয় প্রধানমন্ত্রী দেশীয় উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন। এ লক্ষ্যে অনাবাদী পতিত জমিকে আবাদের আওতায় আনতে নির্দেশনা দিয়েছেন। যেখানে যে ফসল আবাদ করা সম্ভব সেখানে সেই ফসল চাষের মাধ্যমে উৎপাদন বাড়াতে হবে। তিনি এক ফসলী জমিকে দু’ফসলী, দু’ফসলী জমিকে তিন ফসলী জমিতে পরিনত করার আহবান জানিয়ে বলেন, লবণাক্ত এলাকায় সেচের পানি পুকুর, খালে মজুত করে তা সেচকাজে ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদনে করতে হবে। কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি প্রয়োগ করে স্বল্পজীবনকালের ফসল আবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বাড়াতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। মহপরিচালক ১৯ জানুয়ারী সকালে খুলনার বিভাগীয় প্রাণিসম্পদ অডিটরিয়ামে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের পর্যালোচনা ও পরিকল্পনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ ফরিদুল হাসান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদ্য পদন্নোতিপ্রাপ্ত পরিচালক সত্যব্রত নাগ ও অতিরিক্ত পরিচালক ড. অরবিন্দ বিশ্বাস, ব্রি সাতক্ষীরার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা তাহমিদ হোসেন আনসারী ও আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মোঃ নূরুল ইসলাম প্রমুখ। দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিসার মোছাঃ হুসনা ইয়াসমিন এর সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোঃ আলমগীর বিশ্বাস। দিনব্যাপী কর্মশালায় প্রকল্প এলাকাভুক্ত জেলা ও উপজেলার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, এআইএস, প্রগতিশীল কৃষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদদাতাঃ মোঃ আবদুর রহমান,এআইসিও, কৃতসা,খুলনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS