Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
খুলনায় কৃষি বিষয়ক অনুষ্ঠান “চাষাবাদ” এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
Details

বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র থেকে প্রচারিত নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান “চাষাবাদ” এর ত্রৈমাসিক অনুষ্ঠান পঞ্জী (আষাঢ়,শ্রাবন,ভাদ্র/১৪২৯ – জুন,জুলাই,আগস্ট/২০২২) প্রণয়নের উদ্দেশ্যে আজ সকাল ১১ টায় কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, খুলনার কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিনা শামিম এতে সভাপতিত্ব করেন। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বিএআরআই, এটিআই, এসআরডিআইসহ বাংলাদেশ বেতার খুলনার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষাবাদকে আরো আকষর্ণীয় করার লক্ষ্যে সমসাময়িক বিষয়সমূহের উপর নিয়মিত কৃষি বিজ্ঞপ্তি, খবরসহ কৃষি উন্নয়নে সরকারের নীতি নির্ধারণী কর্মকান্ড প্রচারের উপর গুরুত্বারোপ করা হয়।

 

Images
Attachments
Publish Date
29/03/2022
Archieve Date
30/04/2022