Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
শরীয়তপুর সদরে পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ
Details

২০২১-২০২২ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষক ও কৃষানীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলায় ২৯ মে রোববার দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বর থেকে কৃষি উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার। এই সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহমিনা আক্তারসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

২০২১-২২ অর্থ বছরের আওতায় সদর উপজেলায় পতিত জমি ও বসতবাড়ির আঙ্গীনায় ১৯২টি সবজি বাগান প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এ সকল প্রদর্শনীর মধ্য থেকে ৭৭ জন কৃষক ও কৃষানীর মাঝে এই দিনে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণের মধ্যে রয়েছে ৬ প্রকার ফলের চারা, ১৭ ধরনের শাক-সবজির বীজ, বীজ সংরক্ষণের জন্য প্লাস্টিকের পাত্র, রাসায়নিক ও জৈব সার।

উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার বলেন, তিন মৌসুমে সারা বছর যেন কৃষক সবজি আবাদ করতে পারে সেই উদ্দেশ্যে এই উপকরণ বিতরণ করা হয়েছে। সফল ভাবে প্রদর্শণী সম্পন্ন হলে অন্যান্য কৃষকেরা উৎসাহিত হবে এবং পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে।  

Images
Attachments
Publish Date
07/06/2022
Archieve Date
27/07/2022