Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
ডিএই খুলনা অঞ্চলে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির যাত্রা শুরু
Details

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় আঞ্চলিক পর্যায়ে ফসলের উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়িয়ে ফসলের নিবিড়তা বৃদ্ধিতে সহায়তার জন্য যাত্রা শুরু করেছে ‘ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন’ প্রকল্প। এ বিষয়ে খুলনা কৃষি অঞ্চলের খুলনা,বাগেরহাট,সাতক্ষীরা ও নড়াইল জেলার ২৮টি উপজেলা ও ২টি মেট্রো এলাকার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ বিষয়ে আঞ্চলিক কর্মশালা ২১ এপ্রিল সকাল ১০টায় খুলনার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

 

             কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। ডিএই খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুল হক এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যকালে ডিএই পরিচালক বলেন, খুলনা অঞ্চলের কৃষিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থাকায় কৃষকেরা আধুনিক কৃষিতে পিছিয়ে পড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উচ্চ তাপমাত্রা, ঝড় , জলচ্ছাসের কারণে লবণাক্ততা বেড়ে যাওয়ায় হাজার হাজার হেক্টর জমি অনাবাদী থাকে। এসব দিক বিবেচনা করে প্রকল্পের মাধ্যমে স্থানীয় ও জলবায়ু অভিঘাত সহনশীল ফসল ও ফসলের জাত চাষের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হবে। প্রকল্পটিকে মডেল হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, এটি আঞ্চলিক প্রকল্প হলেও ভবিষ্যতে সারা দেশের উপকূলীয় অঞ্চলে এর বিস্তৃতি ঘটবে বলে আশা প্রকাশ করেন।

 

            কর্মশালায় স্বাগত বক্তব্য ও কী নোট উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। এ সময়ে তিনি বলেন, ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি ব্যবহার ও পতিত জমি চাষের আওতায় আনার মাধ্যমে ফসলের নিবিড়তা ১৭০ থেকে ১৭৫ উন্নীত করণসহ সঠিক পানি ব্যবস্থাপনা, মাটির স্বাস্থ্য রক্ষা ও উচ্চ মূল্যের আধুনিক জাতের ফল ও সবজি আবাদ সম্প্রসারণ এবং স্থানীয় অভিঘাত সহনশীল টেকসই জাত সম্প্রসারণ ও অভিযোজনের মাধ্যমে ফসলের বৈচিত্রায়ন সম্ভব হবে।

 

             অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ডিএই খামারবাড়ি ঢাকার পরিচালক প্রশাসন ও অর্থ উইং কৃষিবিদ বশির আহম্মদ সরকার। কর্মশালায় গেস্ট অব অনার ছিলেন, ডিএই’র প্রশাসন ও অর্থ উইং এর সাবেক পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান। দিনব্যাপী এ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, গবেষণা প্রতিষ্ঠান, এআইএস, এটিআই,প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকসহ শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল এ কর্মশালার আয়োজন করে।

সংবাদদাতাঃ মোঃ আবদুর রহমান,এআইসিও, কৃতসা, খুলনা।

Images
Attachments
Publish Date
24/04/2022
Archieve Date
31/05/2022