Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
প্রযুক্তির মাধ্যমে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলা করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হবে ---মহাপরিচালক, ডিএই
Details

                          কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনাবাদি পতিত জমিকে আবাদের আওতায় আনার লক্ষে ক্লাইমেট স্মার্ট প্রকল্পের আওতায় মিনি পুকুর খনন করে ভূট্টা, সূর্যমূখী, তরমুজ চাষ করে ফসলের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব হচ্ছে। মাননীয় কৃষি মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে দক্ষিণাঞ্চলে সেচের অভাবে যেখানে আমন চাষের পর অন্য কোন ফসল হতো না সেখানে মিনি পুকুর, এলএলপি ও ফিতা পাইপের মাধ্যমে ফসল আবাদ করে বিরান মাঠকে সবুজে ভরে দেয়া সম্ভব হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস ৫ মে বিকালে খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী গ্রামে খুলনা অঞ্চলে ক্লাইমেট স্মার্ট প্রকল্প কার্যক্রম পরিদর্শন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ এ কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ডিএই’র পরিকল্পনা,প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং পরিচালক মোঃ রেজাউল করিম।

                          মহাপরিচালক আরো বলেন, এ প্রকল্পের বিভিন্ন স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ুর যে ক্ষতিকর প্রভাব তা মোকাবিলা করে কৃষি উৎপাদন বাড়বে, ফলে কৃষকেরা অনায়াসেই লাভবান হবে। উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম এর সঞ্চলনায় প্রকল্পের প্রযুক্তি ও কার্যক্রম বিষয়ে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। অন্যান্যদের মধ্যে ডিএই খুলনার উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, উপসহকারি কৃষি কর্মকর্তা সরদার আব্দুল মান্নান ও প্রগতিশীল ভূট্টা চাষি আলম সরদার বক্তব্য দেন। কৃষক সমাবেশে কৃতসা খুলনার আঞ্চলিক কর্মকর্তা, ডিএই খুলনার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তবৃন্দসহ শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।

 সংবাদদতাঃ শারমিনা শামিম, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃতসা,খুলনা।

Images
Attachments
Publish Date
15/05/2023
Archieve Date
15/06/2023