Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
সরকার প্রতি বছর বিপুল পরিমাণে অর্থ সারের ভর্তুকিতে ব্যায় করে ----------কৃষি সচিব
Details

                          বঙ্গবন্ধু কন্যার সুদূর প্রসারী চিন্তার ফলে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কৃষিসহ সকল সেক্টরের সম্মিলিত চেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে। এদেশের কৃষকেরা প্রতিকূল পরিবেশে অভিযোজন কৌশল অবলম্বন করে চাষাবাদ করেন। তাই, তাদের পাশে সকলকে দাঁড়াতে হবে। বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্প আয়োজিত ১১ মার্চ দুপুরে                           ডিএই যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব জনাব ওয়াহিদা আক্তার এসব কথা বলেন । তিনি আরো বলেন, সরকার প্রতি বছর বিপুল পরিমাণে অর্থ সারের ভর্তুকিতে ব্যায় করে। তাই পরিমিত সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

 

                           কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস এ কর্মশালায়  সভাপতিত্ব করেন।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবু হোসেন সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ। এর আগে কৃষি সচিব যশোর আরএআরএস এর সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত গবেষণা সম্প্রসারণ কৃষক সন্নিবদ্ধ কর্মশালায় অংশগ্রহণ করেন । এসময় তিনি আরএআরএস এ টিস্যু কালচার ল্যাবরেটরী উদ্বোধন করেন।

                                                               সংবাদদাতা: শারমিনা শামিম,আরএফবিও,কৃতসা,খুলনা।

Images
Attachments
Publish Date
16/03/2023
Archieve Date
20/04/2023