Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Seed Certification Agency seminar held in Jessore
Details

যশোরে বীজ প্রত্যয়ণ এজেন্সির সেমিনার অনুষ্ঠিত


              কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক যশোর অঞ্চলের প্রশিক্ষণ হলে ২৪ ফেব্রুয়ারী সকাল ১০ টায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডিএই যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক হাসান ওয়ারিসুল কবীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সেমিনারে উপস্থিত ছিলেন। আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার বিভাস চন্দ্র সাহা এতে সভাপতিত্ব করেন।

 

                  প্রধান অতিথি বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন, বীজ প্রত্যয়ন এজেন্সি বীজের গুণগত মান উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সল্প জনবল নিয়ে বীজ প্রত্যয়নের মতো গুরুত্বপূর্ণ কাজ বেশ কঠিন। ফলে অসাধু ব্যবসায়ীরা এ সুযোগ কাজে লাগিয়ে সাধারণ কৃষক ও দেশের কৃষি উন্নয়ন বাঁধাগ্রস্থ করেছে। তিনি বীজের গুণগত মান বজায় রাখতে যে কোন পদক্ষেপ নিতে বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ড. রুবায়েত আরা এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীজ প্রত্যয়ন এজেন্সি গাজীপুরের অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ ড. মোঃ সাইফুল আলম। অন্যান্যদের মধ্যে ডিএই যশোর অঞ্চলের সাবেক অতিরিক্ত পরিচালক ও আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মোঃ আসগর আলী, নাটা’র সাবেক মহাপরিচালক ড. মোঃ আক্তারুজ্জামান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যশোরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বক্তব্য রাখেন। বীজ প্রত্যয়ন সদর দপ্তর গাজীপুর আয়োজিত দিনব্যাপী এ সেমিনারে মুক্ত আলোচনায় বীজ উৎপাদক, বীজ ব্যবসায়ী, ডিএই কর্মকর্তা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ, এআইএস কর্মকর্তাসহ ৫০ জন অংশীজন অংশগ্রহণ করেন।



সংবাদদাতা: মোঃ আবদুর রহমান, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস,খুলনা।




Attachments
Publish Date
03/03/2025
Archieve Date
31/08/2025