Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
Family Nutrition Garden (1st Revised) Project Seminar held at Jessore
Details

                                                           যশোরে পারিবারিক পুষ্টি বাগান (১ম সংশোধিত) প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত

                                                            সংবাদদাতা- মোঃ আবদুর রহমান, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, খুলনা।


                         কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান (১ম সংশোধিত) স্থাপন প্রকল্পের প্রোমট নিউট্রিশন সেনসেটিভ এক্সটেনশন থ্রো হোমস্টেড গাডিং বিষয়ক এক সেমিনার ২ মে যশোরের অতিরিক্ত পরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডিএই’র পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ রেজাউল করিম এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


                          কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের  অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায় এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে পরিচালক প্রকল্প বাস্তবায়ন বলেন, এ প্রকল্পের আওতায় সারা দেশে ৫ লক্ষ ৩ হাজার ১শত ৬০টি কৃষক পরিবারের বছরব্যাপী সবজি ও মসলা জাতীয় ফসল উৎপাদনের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো সম্ভব হবে। দেশের বসতবাড়ি, পুকুর পাড়, খালের পাড়, শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি, বাড়ির আঙ্গিনা, স্যাতঁস্যাতে ছায়াযুক্ত জমিতে উন্নত কৃষি প্রযুক্তির বিস্তার ঘটবে। তিনি আরো বলেন,  মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে এসব জমিকে চাষের আওতায় আনা গেলে পারিবারিক শাকসব্জি ও ফলমূলের চাহিদা মেটানোর সাথে সাথে দেশের সামগ্রিক খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রতি ইঞ্চি জমির সদ্ব্যব্যবহার হবে।


                           প্রকল্পের কার্যক্রম ও পরিকল্পনা বিষয়ে প্রকল্প পরিচালক  কৃষিবিদ ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। এ সময়ে তিনি বলেন, দেশের সকল শ্রেনির কৃষক-কৃষাণীর দেড় থেকে ৫ শতক জমি অনাবাদি আছে তাদের বসতভিটায় প্রদশর্ণী বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এ ক্ষেত্রে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য নির্মিত বসতভিটায় পারিবারিক সবজি বাগান স্থাপনের বিষয়টি গুরুত্ব সহকারে অগ্রাধিকার দেয়া হচ্ছে। সেমিনারের বিষয়বস্তু কী নোট উপস্থাপন করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহম্মেদ।


                           দিনব্যাপী এ সেমিনারে  ডিএই যশোর অঞ্চলের ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীজ প্রত্যয়ণ এজেন্সি, হর্টিকালচার সেন্টার, কৃষি তথ্য সার্ভিস, উদ্ভিদ সংগনিরোদ কেন্দ্র, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বিএডিসি’র কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। 


Images
Attachments
Publish Date
08/05/2024
Archieve Date
30/06/2024