Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
The saminar of DAE ifnap was held
Details

যশোরে ডিএই ইফনাপ প্রকল্পের বিষয় ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত




                কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান ২য় সংশোধিত প্রকল্পের আওতায় ১৭ মার্চ সকালে বিষয়ভিত্তক সেমিনার যশোর অতিরিক্ত পরিচালকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর প্রধান অতিথি হিসেবে এ সেমিনারে উপস্থিত ছিলেন। ডিএই যশোরের উপপরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন।


               প্রকল্প পরিচালক মোঃ আকরাম হোসেন চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। Dietary Approach to Boost the Hormonal System and Maintain Physical Fitness বিষয়বস্তুর উপর কী নোট পেপার উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ।


                 অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশে প্রায় ২৫৪ লক্ষ বসত বাড়ি রয়েছে যার জমির পরিমাণ প্রায় সাড়ে ৫ লক্ষ হেক্টর। দেশের সামগ্রিক কৃষি উন্নয়নের স্বার্থে বসতবাড়ির অনাবাদি পতিত জমি ও আঙ্নিাসমূহ চাষের আওতায় আনতে পারলে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠির পারিবারিক খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি নিরপত্তা নিশ্চিতে বসতভিটায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনকে গুরুত্ব দেয়ার আহবান জানানো হয়। বক্তারা প্রকল্প এলাকার জনগোষ্টিকে আধুনিক কলাকৌশলে ফসল চাষের মাধ্যমে শস্যের উৎপাদন শতকরা ৩ থেকে ৫ ভাগ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।


                অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ  বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীবৃন্দ, হর্টিকালচার সেন্টার ও উদ্ভিদ সংগ নিরোধ কেন্দ্রের উপপরিচালক এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


সংবাদদাতা: মোঃ আবদুর রহমান, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস,খুলনা।

Attachments
Publish Date
27/03/2025
Archieve Date
31/12/2025