Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
Regional Research-Extension Program Formulation Workshop held at Jessore
Details

                                             যশোরে আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ কর্মসূচী প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

                   জলবায়ু পরিবর্তনজনিত কৃষির নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা কার্যক্রম জোরদার করার মাধ্যমে র্স্মাট কৃষিতে পরিনত করতে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের সম্মেলন কেন্দ্রে ২০-২১ মে দুই দিন ব্যাপী আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো: নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেব কর্মশালা উদ্বোধন করেন।

 আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কাওছার উদ্দিন আহম্মেদ এ কর্মশালায় সভাপতিত্ব করেন। দুই দিন ব্যাপী এ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, মসলা জাতীয় ফসল বিশেষকরে পেঁয়াজ উৎপাদনে আমাদের আরো মনযোগী হতে হবে , গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে আরো আধুনিক জাতের উদ্ভাবন ঘটাতে নবীন গবেষকদের প্রতি আহবান জানান। ভোজ্য তেলের ঘাটতি মেটাতে বারি সরিষার জাতসহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ভালো জাতসমূহ আবাদের প্রতি গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি আরো বলেন, দেশের দক্ষিণাঞ্চল বিশেষকরে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা সহনশীল এবং সল্প সময়ে চাষ উপযোগী মসলা ও তেল জাতীয় ফসলের জাত উদ্ভাবনের কাজ করতে গবেষকদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ ও যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়। স্বাগত বক্তব্য দেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: সাইয়েদ আলী।

 কর্মশালার দ্বিতীয় ও কারিগরী সেশনে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ব্রি, বারি, বিনা, পাট, আখ এর বিজ্ঞানীগণ গবেষণার বিষয়সমূহ এবং  ডিএই খুলনা ও যশোর অঞ্চলের উপপরিচালকগণ মাঠ পর্যায়ের কার্যক্রম উপস্থাপন করেন। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোর এ কর্মশালার আয়োজন করে।


সংবাদদাতা: মো: আবদুর রহমান, এআইসিও, কৃতসা,খুলনা।

Attachments
Publish Date
21/05/2024
Archieve Date
31/08/2024