Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
Distribution of rehabilitation seeds and saplings among flood affected farmers in Moralganj
Details

মোড়লগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে পূনর্বাসনের বীজ ও চারা বিতরণ


                    বাগেরহাটের মোড়লগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫,৫০০ জন কৃষকের মাঝে উফশি ধানের বীজ ও সার বিতরন করা হয়। ২৬ জুন ২০২৪ ইং তারিখে উপজেলা চত্বরে বেলা বারটায় ব্রিধান-২৮ এর বীজ ও ১১২ টন এমওপি এবং ডিএপি সার বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব এইচ এম বদিউজ্জামান সোহাগ। পরবর্তীতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩,৮০০ জন কৃষকের মাঝে ১৯,০০০ হাজার চারা বিতরণ করা হয়।  প্রত্যেক কৃষক বিনামূল্যে ৫ টি করে নারিকেলের চারা  গ্রহন করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারিকেল বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। এটা এমন এক বৃক্ষ যার প্রতিটি অঙ্গ জনজীবনে কোনো না কোনোভাবে কাজে আসে। এ গাছের পাতা, ফুল, ফল, কান্ড, শিকড় সব কিছুই বিভিন্ন ছোট-বড় শিল্পের কাঁচা মাল, হরেক রকম মুখরোচক নানা পদের সুস্বাদু খাবার তৈরির উপকরণ, পুষ্টিতে সমৃদ্ধ, সুস্বাদু পানীয়, রোগীর পথ্য এসব গুণে গুণাম্বিত নারিকেল।  অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ মো: লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান জনাব রাসেল হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার জনাব এস,এম তারেক সুলতান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন এ সময় উপস্থিত ছিলেন।


সংবাদ সংগ্রহে : মো: আসাদুজ্জামান

 এআইসিও

 আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস, খুলনা।

Images
Attachments
Publish Date
01/07/2024
Archieve Date
31/08/2024