Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Regional workshop held in Jessore under Mushroom Cultivation Expansion Project
Details

যশোরে মাশরুম চাষ সম্প্রসারণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত



             কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা ৭ মে সকাল ১০টায় যশোরের অতিরিক্ত পরিচালক কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ডিএই ক্রপস উইংয়ের দানাদার ও তেল ফসলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ হযরত আলী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আলমগীর বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।


                       প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের জনসংখ্যা বাড়ছে, আবাদি জমি কমছে। প্রযুক্তির কল্যাণে কৃষিকে আমরা অনেকদুর এগিয়ে নিতে পেরেছি। নতুন নতুন ফসল চাষ হচ্ছে,আমরা লাভবান হচ্ছি। মাশরুম ও হাইড্রোপনিক প্রযুক্তি উল্লেখ করে তিনি বলেন, বহুমাত্রিক কৃষির ফলে ফসলকে আমরা ঘরের মধ্যে নিয়ে এসেছি। পার্টনারশিপের মাধ্যমে মাশরুম চাষে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সম্ভবনাময় এ ফসলকে এগিয়ে নিতে তিনি প্রকল্প ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানান।


                       কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরেজমিন উইংয়ের মনিটরিং ও বাস্তবায়ন অতিরিক্ত পরিচালক ড. মোঃ জামাল উদ্দিন, পরিকল্পনা ও আইসিটি উইংয়ের উপপরিচালক মোঃ সালাউদ্দিন এবং এসআরডিআই যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মুতাচ্ছিম আহমেদ। মূল প্রবন্ধ ও প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক ড. আখতার জাহান কাঁকন। কর্মশালায় যশোর, চুয়াডাংগা, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার ডিএই’র জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ, এনজিও প্রতিনিধি, কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ মাশরুম চাষি ও উদ্যোক্তগন অংশগ্রহণ করেন।


সংবাদদাতা: মোঃ আবদুর রহমান, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস,খুলনা।

Images
Attachments
Publish Date
15/05/2025
Archieve Date
31/01/2026