Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
news
Details

               কৃষি মন্ত্রণালযের  সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস নিশ্চিত করতে হবে। অনেকগুলি প্রাকৃতিক প্রক্রিয়ার ওপর জলবায়ুর পরিবর্তন নির্ভর করে। বর্তমান সময়ে মনুষ্য সৃষ্ট গ্রিনহাউজ গ্যাস পৃথিবীর উষ্ণায়নকে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে বায়ুমন্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে। তিনি ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাগেরহাটের সিএন্ডবি বাজারে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি কর্মসূচীর আওতায় কৃষকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃব্যে একথা বলেন।


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, কৃষি মন্ত্রণালয়ের পিপিসি অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম ও বাগেরহাট উপপরিচালক মোঃ মোতাহার হোসেন। এসময়ে কৃষি সচিব আরো বলেন, আমাদেরকে জলবায়ু পরিবর্তন ঠেকাতে হলে কলকারখানার কালো ধোঁয়া নির্গমনসহ সিএফসি গ্যাস নির্গত হয় এমন যন্ত্রপাতি ও জীবাশ্ম জ্বালাণির ব্যবহার কমাতে হবে। তিনি জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সজাগ ও সচেতন করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এসময়ে বাগেরহাটের জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাগণ, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন। 

সংবাদদাতাঃ মোঃ আসাদুজ্জামান,এআইসিও, কৃতসা,খুলনা। 

Images
Attachments
Publish Date
13/10/2025
Archieve Date
13/10/2026