বাগেরহাট সদর উপজেলায় কৃষির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
বাগেরহাট সদরে গত ১৩-৮-২০২৪ইং তারিখে উপজেলা কৃষি অফিসের মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ এবং উপসহকারি কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের নবনিযুক্ত অতিরিক্ত পরিচালক জনাব বিভাষ চন্দ্র সাহা । মাঠ পরিদর্শন ও কৃষকদের মতবিনিময় সভায় খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বলেন- ফসল আবাদে সার এবং কীটনাশক পরিমিত ব্যবহার করতে হবে, এতে ফসলের জমিতে সারের খরচ যেমন কমবে তেমনি জমির উর্বর শক্তিও ভালো থাকবে। ফসল আবাদে আমাদের উচ্চফলনশীল জাতের ধানের আবাদ বাড়াতে হবে। তিনি আরও বলেন কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত উচ্চফলনশীল জাতগুলোকে কৃষকের নিকট দ্রুত জনপ্রিয় করতে হবে । ফসলের মাঠ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সম্মানিত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট , উপসহকারি কৃষি অফিসারগন এবং কৃষক-কৃষাণীবৃন্দ।
সংবাদ সংগ্রহে উপস্থিত ছিলেন :- মো: আসাদুজ্জামান, এআইসিও, কৃতসা, খুলনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS