Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
Additional Director Bibash Chandra Saha visited various agricultural activities in Bagerhat Sadar Upazila
Details

বাগেরহাট সদর উপজেলায়  কৃষির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন


              বাগেরহাট সদরে গত ১৩-৮-২০২৪ইং তারিখে উপজেলা কৃষি অফিসের মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শণ এবং উপসহকারি কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চলের নবনিযুক্ত  অতিরিক্ত পরিচালক জনাব বিভাষ চন্দ্র সাহা । মাঠ পরিদর্শন ও কৃষকদের মতবিনিময় সভায় খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বলেন- ফসল আবাদে সার এবং কীটনাশক পরিমিত ব্যবহার করতে হবে, এতে ফসলের জমিতে সারের খরচ যেমন কমবে তেমনি জমির উর্বর শক্তিও  ভালো থাকবে। ফসল আবাদে আমাদের উচ্চফলনশীল জাতের ধানের আবাদ বাড়াতে হবে। তিনি আরও বলেন কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত উচ্চফলনশীল জাতগুলোকে কৃষকের নিকট দ্রুত জনপ্রিয় করতে হবে । ফসলের মাঠ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সম্মানিত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট , উপসহকারি কৃষি অফিসারগন এবং কৃষক-কৃষাণীবৃন্দ।


সংবাদ সংগ্রহে উপস্থিত ছিলেন :- মো: আসাদুজ্জামান, এআইসিও, কৃতসা, খুলনা।

Attachments
Publish Date
05/09/2024
Archieve Date
30/11/2024