Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Distribution of agricultural materials among farmers in Bagerhat
Details

কৃষি উপকরণ বিতরণ

                             গত ২৯-০৭-২০২৪ইং তারিখে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস চত্তরে বিভিন্ন প্রকল্পের (পাটনার, স্মাট কৃষি, রাজস্ব,আইপিএম, নিরাপদ ফসল,খামারযান্ত্রিকিকরণ, জিকেএসপি)র প্রদর্শনীর ৬০৫ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষি উপকরণ  (সার,বীজ,চারা ও সাইনবোডসহ) বিতরণ করা হয় । কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক, বাগেরহাট জনাব ওমর ফারুক। কৃষি উপকরণ বিতরণের সময় অতিরিক্ত উপপরিচালক, বলেন প্রকল্পের উপকরণ শুধু গ্রহণ করলে হবে না, যথাযথ বাস্তবায়ন করতে হবে। প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রদর্শণী প্রস্তুত করতে হবে। প্রদর্শণী প্রস্তুতে মাঠ পর্যায়ে সহযোগীতা করবে উপসহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ।কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি অফিসার জনাব তন্ময় দত্ত, অতিরিক্ত কৃষি অফিসার জনাব নূরেজান্নাত, কৃষি সম্প্রসারণ অফিসার শেখ নাইমুর রশিদ লিখন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার কৃষক-কৃষাণীগণ ।


সংবাদ সংগ্রহে উপস্থিত ছিলেন :- মো: আসাদুজ্জামান, এআইসিও, কৃতসা, খুলনা।

Attachments
Publish Date
05/09/2024
Archieve Date
30/11/2024