Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Crop harvesting and field day held in Fakirhat, Bagerhat
Details

বাগেরহাটের ফকিরহাটে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত


        বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাসকাটা মাঠে ২৩ এপ্রিল সকালে বোরো ধানের নমুনা শস্য কর্তন  অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাসকাটা ব্লকের কৃষক নাঈম শেখের জমিতে ব্রি ধান-১০২ নমুনা শস্য কর্তন করা হয়। শস্য কর্তনে ২০ ব:মি: জায়গায় কাঁচা অবস্থায় ১৬.৪০ কেজি ফলন পাওয়া যায়। 


       পরে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: রফিকুল ইসলাম বলেন, শুধু ধান প্রদর্শনীতে ভালো যত্ন ও পরিচর্যা করলে হবে না। সকল ধানের জমিতে ফলন বেশি পাওয়ার জন্য ভালো মানের পরিচর্যা করতে হবে। উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কৃষি কাজের সঠিক পরামর্শের জন্য কৃষি অফিসে বেশি করে আসতে হবে। জমিতে অযথা বেশি সার ও কীটনাশক ব্যবহার করে উৎপাদন খরচ বাড়ানো যাবে না।


                  মাঠ দিবস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিআরএল প্রকল্পের কনসালটেন্ট কৃষিবিদ ড. মাহফুজুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ মো: নজরুল ইসলাম ও বাগেরহাটের উপপরিচালক কৃষিবিদ  মো: মোতাহার হোসেন। এ সময় মাসকাটা ব্লকের উপসহকারি কৃষি অফিসার সহ ৫০জন কৃষক উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস ফকিরহাট এ মাঠ দিবসের আয়োজন করে।


সংবাদ সংগ্রহে : মো: আসাদুজ্জামান, এআইসিও, কৃতসা, খুলনা।

Images
Attachments
Publish Date
04/05/2025
Archieve Date
31/12/2025