Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
Field day under the Oil Crops Production Enhancement Scheme.
Details

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস।


           কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় তেঘরিয়া ব্লকে ২০২৩-২০২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বারি তিল-৪ ফসল: এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।  মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সম্মানিত মনিটরিং অফিসার কৃষিবিদ হীরক কুমার সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের সম্মানিত মনিটরিং অফিসার কৃষিবিদ আবুল হাসান স্যার এবং বীজ প্রত্যয়ন এজেন্সি কুষ্টিয়া জেলার সম্মানিত বহিরাঙ্গন কর্মকর্তা কৃষিবিদ মো: সেলিম হোসেন ।


সংবাদদাতাঃমোঃনেওয়াজ শরীফ,টেকনিক্যাল পার্টিসিপেন্ট,কৃষি তথ্য সার্ভিস, খুলনা।

Attachments
Publish Date
03/06/2024
Archieve Date
30/09/2024