তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় তেঘরিয়া ব্লকে ২০২৩-২০২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বারি তিল-৪ ফসল: এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সম্মানিত মনিটরিং অফিসার কৃষিবিদ হীরক কুমার সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের সম্মানিত মনিটরিং অফিসার কৃষিবিদ আবুল হাসান স্যার এবং বীজ প্রত্যয়ন এজেন্সি কুষ্টিয়া জেলার সম্মানিত বহিরাঙ্গন কর্মকর্তা কৃষিবিদ মো: সেলিম হোসেন ।
সংবাদদাতাঃমোঃনেওয়াজ শরীফ,টেকনিক্যাল পার্টিসিপেন্ট,কৃষি তথ্য সার্ভিস, খুলনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS