Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
Sample crop Cutting ceremony held in Jehnaidha
Details

'নমুনা শস্য কর্তন' এবং আমন ধানের মাঠে 'রিলে পদ্ধতিতে সরিষা চাষে' বীজ বপন অনুষ্ঠান


                          ঝিনাইদহ সদর উপজেলার নলডাংগা ইউনিয়নের প্যারিস রোডে গত ১২-১১-২০২৪ইং তারিখে 'নমুনা শস্য কর্তন' এবং আমন ধানের মাঠে 'রিল ‘ পদ্ধতিতে সরিষা চাষে বীজ বপন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর শ্রদ্ধাভাজন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আজগর আলী  এবং ঝিনাইদহ এটিআই এর সম্মানিত অধ্যক্ষ কৃষিবিদ সুব্রত কুমার চক্রবর্তী ।

                         

                               শস্য কর্তন অনুষ্ঠানে যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বলেন, মাঠে ভালো ফসল পেতে হলে প্রযুক্তির সকল পদ্ধতি সঠিক ভাবে বাস্তবায়ন করতে হবে। সঠিক পদ্ধতি না হলে ১০০% ফসল আশা করা যায় না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সম্মানিত উপপরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়, যশোর জেলার উপপরিচালক কৃষিবিদ ড. মো: মোশাররফ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  ঝিনাইদহ জেলার জেলা প্রশিক্ষণ অফিসার, অতিরিক্ত উপপরিচালক (শস্য), উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়ন এর উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, সম্মানিত কৃষক ও অন্যান্য প্রমুখ।


সংবাদ সংগ্রহে : মো: আসাদুজ্জামান, এআইসিও, কৃতসা, খুলনা।

Attachments
Publish Date
20/11/2024
Archieve Date
31/03/2025