জিকেবিএসপি প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
৩০/০৬/২০২৪ খ্রি. তারিখ সকাল ১০:০০ টায় অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল,খুলনা এর কনফারেন্স রুমে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. তাজুল ইসলাম পাটোয়ারী, পরিচালক, সরেজমিন উইং,ডিএই। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে অত্র অঞ্চলের কৃষকদের মাঝে নতুন নতুন জাত ও প্রযুক্তি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। এছাড়াও প্রকল্পের অর্থায়নে খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয় এর ৬তলা ভবন নির্মিত হয়, যা অত্রদপ্তরের সেবা গ্রহীতাদের জন্য সেবার গুণগতমান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।প্রকল্পটি ভবিষ্যতে নতুন প্রযুক্তি ও কার্যক্রম এর মধ্য দিয়ে নতুন আঙ্গিকে এ অঞ্চলের দরিদ্র কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করবে মর্মে প্রধান অতিথি প্রত্যাশা ব্যাক্ত করেন।
অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জনাব মোহন কুমার ঘোষের সভাপতিত্বে এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জনাব মো: জয়নাল আবেদীন, পরিচালক, প্রশাসন ও অর্থ উইং, ডিএই, জনাব নুরুল ইসলাম, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর,খুলনা, জনাব মো: শওকত ওসমান, অতিরিক্ত পরিচালক, বরিশাল অঞ্চল, প্রকল্পভুক্ত পাঁচ টি জেলার উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি অফিসার, কৃষক, আঞ্চলিক বেতার কৃষি অফিসারসহ এসআরডিআই, ব্রি,বারি ও বিনা এর বিজ্ঞা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS