Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
Field Day of Bari Sarisha 14 was held in Alamdanga Upazila of Chuadanga District
Details

                                                                  আলমডাঙ্গায় বারি সরষিা ১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত



            ২৪.০৪.২৪ খ্রিঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহা উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আরশেদ আলী চৌধূরী, প্রকল্প পরিচালক তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষিবিদ জনাব হীরক কুমার সরকার, মনিটরিং অফিসার তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প,যশোর অঞ্চল যশোর, কৃষিবিদ জনাব মোঃ কায়সার ইকবাল,অতিরিক্ত উপপরিচালক(উদ্ভিদ সংরক্ষন) ডিএই,চুয়াডাঙ্গা।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ শতাধিক কৃষক/কৃষানি উপস্থিত ছিলেন।


সংবাদদাতাঃ মোঃ নেওয়াজ শরীফ,

টেকনিক্যাল পার্টিসিপেন্ট

কৃষি তথ্য সার্ভিস,খুলনা।

Attachments
Publish Date
20/05/2024
Archieve Date
30/06/2024