Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Field demonstration and feedback session of BCRL project held in Batiyaghata, Khulna
Details

খুলনার বটিয়াঘাটায় বিসিআরএল প্রকল্পের মাঠ প্রদশর্নী ও মতামত গ্রহণ অনুষ্ঠিত




          খুলনার বটিয়াঘাটায় ঝুঁকিপূর্ণ প্রাকৃতিক পরিবেশে জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ এপ্রিল সকালে মাঠ প্রদশর্নী ও মতামত গ্রহণ সেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলাধীন বটিয়াঘাটা গ্রামে বিসিআরএল প্রকল্পের আওতাধীন চাষকৃত তরমুজের উপর কৃষক মাঠ স্কুলের কার্যক্রম পর্যবেক্ষণ ও মতামত গ্রহণ করা হয়।


            এসময় ৭টি দেশের ৪৫ জন বিদেশী প্রশিক্ষণার্থী ও এফএও প্রতিনিধিবৃন্দ ২০ একর তরমুজ ক্ষেত পরিদর্শন ও তরমুজ চাষিদের সাথে জ্ঞান, অভিজ্ঞতা বিনিময় করেন। পরে বিদেশী প্রশিক্ষণার্থী ও এফএও প্রতিনিধিবৃন্দ তরমুজ চাষিদের সাথে মতামত বিনিময় করেন।  বিসিআরএল প্রকল্পের ডিএই অংগের কম্পোনেন্ট ডিরেক্টর ড. মোঃ লোকমান হোসেন মজুমদার এর সঞ্চলনায় এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ডিএই খুলনার উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, আঞ্চলিক বেতার কৃষি অফিসার শারমিনা শামিম, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার আবু বক্কর সিদ্দিকসহ বিসিআরএল প্রকল্পের পরামর্শকবৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং তরমুজ চাষিবৃন্দ উপস্থিত ছিলেন। এফএও র‌্যাপ অফিস থাইল্যান্ড এবং ওপিআইএম বাংলাদেশ অফিস এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।


সংবাদদাতা: মোঃ আবদুর রহমান, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস,খুলনা।

Attachments
Publish Date
04/05/2025
Archieve Date
31/12/2025