Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Agricultural Information Service, Khulna held 2-day training
Details

 কৃষি তথ্য সার্ভিস, খুলনায় ২ দিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত



            কৃষি তথ্য সার্ভিস, খুলনার কনফারেন্স রুমে  দক্ষিনাঞ্চলে টেকসই কৃষিতে এআইসিসি’র ভূমিকা শীর্ষক ২ দিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন ১৭ ফেব্রুয়ারী সকাল ১০টায় কৃষি তথ্য সার্ভিস, খুলনার কনফারেন্স রুমে এ প্রশিক্ষনে উদ্ভোধন করেন।


                            এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষিতে খুলনাসহ দেশের দক্ষিনাঞ্চলে লবনাক্ততা প্রধান সমস্যা। কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন নতুন কৃষি প্রযুক্তি প্রয়োগ করে লবনাক্ততা মোকাবিলা করে আমাদের কৃষি উৎপাদনকে অব্যাহত রাখতে হবে। কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্রের সদস্যগন প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে সাধারন কৃষকগনকে সহায়তা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।। প্রশিক্ষন প্রাপ্ত প্রযুক্তিসমুহ মাঠে প্রয়োগ করে কৃষিকে এগিয়ে নিতে উপস্থিত এআইসিসি’র সদস্যদের প্রতি তিনি আহবান জানান। কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি ঢাকার তথ্য অফিসার (পিপি) ড.আকলিমা খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দুই দিন ব্যাপি এ প্রশিক্ষনে খুলনা, বাগেরহাট, নড়াইল ,যশোর ও মেহেরপুরের বিভিন্ন উপজেলার ৩০জন এআইসিসির সদস্য অংশগ্রহন করেন।

 

সংবাদদাতা: মোঃ আবদুর রহমান, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস,খুলনা।

Attachments
Publish Date
03/03/2025
Archieve Date
31/12/2025