কৃষক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৪
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঝিনাইদহ এর আয়োজনে এবং তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে গত ৩০ মে ২০২৪ খ্রি. তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইদহ এর কৃষক প্রশিক্ষণ হল রুমে তেল ফসল উৎপাদনকারী কৃষকের মাঝে প্রতিযোগীতার ভিওিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ষষ্টি চন্দ্র রায়, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দীপক কুমার রায়, অতিরিক্ত পরিচালক, যশোর অঞ্চল, যশোর। এ ছাড়া বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার জনাব হীরক কুমার সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার মো: মোশাররফ হোসেন এবং অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) জনাব শিকদার মো: মোহায়মেন আক্তার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট দপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জনাব সেলিম রেজা। ১২৫ জন তেল জাতীয় ফসল উৎপাদনকারী কৃষকের উপস্থিতিতে ০৩ ক্যাটাগরিতে মোট ০৫ জন কৃষককে পুরস্কৃত করা হয়। তেল জাতীয় ফসল উৎপাদনের ১ম পুরস্কার পেয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার কৃষক জনাব মো: মানিক হোসেন। ২য় পুরস্কার পেয়েছেন কালীগঞ্জ উপজেলার কৃষক জনাব বিষ্ণুপদ। এছাড়া ৩য় পুরস্কার পেয়েছেন ঝিনাইদহ সদর উপজেলার মো: জিয়াউর রহমান ও একই উপজেলার কৃষক মো: সজিদ জোয়াদ্দার এবং শৈলকুপা উপজেলার কৃষক জনাব মো: রওশন। উক্ত অনুষ্ঠানে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়িয়ে ভোজ্য তেলের আমদানী ব্যয় হ্রাস এবং সরিষা তেলকে খাঁটি ভোজ্য তেল হিসেবে পূর্নভাবে গ্রহনের উপর জোর প্রদান করা হয়।
সংবাদ সংগ্রহে : মো: আসাদুজ্জামান, এআইএস, খুলনা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS