Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Workshop on Sustainable Agriculture Extension Project held in Jessore region in Mirpur, Kushtia
Details

কুষ্টিয়ার মিরপুরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

                                     

         কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠনে অবহিতকরন,পরিকল্পনা প্রনয়ণ ও মূল্যায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ এপ্রিল কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় আয়োজিত এ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপপিস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ সুফি মোঃ রফিকুজ্জামান। কর্মশালায় প্রধান অতিথি বলেন, টেকসই কৃষি উন্নয়নের জন্য কৃষকদের সংগঠিত করে প্রশিক্ষন ও  প্রযুক্তি সহায়তা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয়বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেয়া হচ্ছে।

মিরপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মতিয়ার রহমান কর্মশালাটি সঞ্চালনা করেন। টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মোঃ মাসুম আব্দুল্লাহ  কৃষকদের প্রকল্পের কার্যক্রম ও সুযোগ সুবিধা সম্পর্কে অবহিত করেন।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, চ্যালেঞ্জসমুহ চিহ্নিতকরন এবং ভকিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করা হয়। অংশগ্রহনকারীরা এই উদ্যোগ কে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেন। এ কর্মশালায় প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

  সংবাদদাতাঃ মোঃ নেওয়াজ শরীফ, টেকনিক্যাল পার্টিসিপেন্ট,কৃষি তথ্য সার্ভিস,খুলনা।

Attachments
Publish Date
04/05/2025
Archieve Date
31/12/2025