Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
Sustainable Agriculture field day is held under project in 2023-24 fiscal year
Details

কুষ্টিয়ার মিরপুরে ২০২৩-২০২৪  অর্থ বছরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত




                 ২৯ জুন শনিবার সকাল ১০ টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া খাড়ারা এলাকায় ২০২৩-২০২৪  অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অধিক লাভ জনক ফসল হলুদ তরমুজ চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের নিয়ে এক  মাঠ দিবস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর যশোর অঞ্চলের কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প পরিচালক কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল হালিম বলেন, বর্তমানে কৃষকরা শুধু নিজের জন্য উৎপাদন করে না, তারা বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য উৎপাদন করে। তাই আমরা যে ফসলে লাভজনক বেশি সেই ফসলই বেশি বেশি উৎপাদন করব। বেশি অর্থ উপার্জন করে দেশকে এগিয়ে নিয়ে যাব।এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মিরপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, মনিটরিং অফিসার মাসুম আব্দুল্লাহ, সহকারী কৃষি অফিসার আব্দুল মুন্নাফ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল প্রমুখ।মাঠ দিবসে কৃষি কর্মকর্তাগণ বলেন, বর্তমানে গ্রীষ্মকালে তরমুজ উৎপাদনের মাধ্যমে স্বল্প সময়ে কৃষকরা লাখপতি হতে পারে। বিভিন্ন এলাকায় হলুদ তরমুজ চাষে এক বিঘা জমিতে আনুমানিক ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষকের আয় হচ্ছে। এর ফলে মিরপুর অঞ্চলে হলুদ তরমুজ চাষে এগিয়ে আসবেন এবং বেশী বেশী এ গ্রীস্মকালীন ফসল উৎপাদন করে নিজে লাভবান হবেন ও দেশ কে এগিয়ে নিতে অগ্রনী ভূমিকা পালন করবেন।



২৯ জুন/২৪ খ্রিঃ

সংবাদদাতাঃ

মোঃনেওয়াজ শরীফ

টেকনিক্যাল পার্টিসিপেন্ট

কৃষি তথ্য সার্ভিস, খুলনা।

Images
Attachments
Publish Date
03/07/2024
Archieve Date
30/09/2024