Wellcome to National Portal
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, বর্তমানে আমন ধানের মৌসুম চলমান। ভাদ্র থেকে কার্ত্তিক মাসে আমন ধান চাষে মাজরা পোকার আক্রমন সবথেকে বেশি পরিলক্ষিত হয়। এই পোকা ফসলের মারাত্নক ক্ষতিসাধন করে। এজন্য কৃষকদের আগাম পোকা দমনের প্রস্তুতি গ্রহণ করা দরকার। 


Title
Workshop at Meherpur to preserve historic Mujibnagar Amraknanan
Details


ঐতিহাসিক মুজিবনগর আম্রকানন রক্ষায় মেহেরপুরে কর্মশালা





               বছরব্যাপী রপ্তানীযোগ্য ফলের চাষ ছড়িয়ে দেওয়া ও ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের আম গাছের পরিচর্যার বিষয়ে মেহেরপুরের মুজিবনগর অডিটরিয়ামে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১জুন) সকাল সাড়ে দশটার সময় দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ির হর্টিকালচার উইংয়ের পরিচালক কে জে এম আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ির বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডঃ মোঃ মেহেদী মাসুদ, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়। কর্মশালায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন বারাদি হর্টিকালচার উপপরিচালক কৃষিবিদ হাবিবুল ইসলাম খান।


কর্মশালায় বক্তারা বলেন, মুজিবনগর আম্রকাননে ১১৭০ টি আমগাছ রয়েছে। শতবর্ষী এই গাছগুলো তিনটি পরগাছা দ্বারা আক্রান্ত। যে পরগাছাগুলো গাছগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গাছগুলোকে কিভাবে পুনঃযৌবন দান করা যায় সে লক্ষে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে গাছগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে।বক্তারা আরো বলেন, বিদেশি ও দেশি যে ফলগুলো রয়েছে সেগুলো কিভাবে রপ্তানীযোগ্য করা যায় সেই চেষ্টেই করছেন বিজ্ঞানীরা।


এ সময় উপস্থিত ছিলেন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরামর্শক (অব: অতিরিক্ত সচিব) রেজাউল করীম, পরামর্শ হিল হর্টিকালচার্স ও সাবেক প্রকল্প পরিচালক কৃষিবিদ এসএম কামরুজ্জামান। এছাড়া ও বিভিন্ন জেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও হর্টিকালচারের উপপরিচালক,  কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয়,খুলনা এর প্রতিনিধি,আঞ্চলিক কৃষি গবেষনা ইনষ্টিটিউট, বিএডিসি,এস আর ডি আই এর প্রতিনিধি, উপসহকারী কৃষি কর্মকর্তা ও আম চাষীসহ বিভিন্ন  ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদদাতাঃ

মোঃনেওয়াজ শরীফ

টেকনিক্যাল পার্টিসিপেন্ট

কৃষি তথ্য সার্ভিস, খুলনা।

Images
Attachments
Publish Date
01/06/2024
Archieve Date
31/08/2024