Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, চলমান তীব্র তাপপ্রবাহে  ‘‘হিট স্ট্রোক’’ থেকে বাঁচার জন্য যথাসম্ভব দুপুরের প্রচন্ড রোদ এড়িয়ে সকালে ও বিকালে মাঠে কাজ করুন, হালকা রঙের ঢিলেঢালা সুতির জামা পরুন এবং প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করুন।


একনজরে

কৃষি তথ্য সার্ভিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। খুলনায় কৃষি তথ্য সার্ভিস এর আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয় ১৯৭৯ সালের অক্টোবরে। খুলনা অঞ্চলের ১২টি জেলা  খুলনা ,বাগেরহাট,সাতক্ষীরা, নড়াইল , যশোর ,মাগুরা, ঝিনাইদহ ,গোপালগঞ্জ ফরিদপুর, মাদারীপুর , শরিয়তপুর ও রাজবাড়ি আঞ্চলিক বেতার কৃষি অফিসার কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে থাকে ।  প্রতিদিন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে সকালে কৃষি সমাচার-০৫মিঃ ও সন্ধ্যায় চাষাবাদ অনুষ্ঠান-৪০মিঃ প্রচারিত হয়। এসব অনুষ্ঠানে কৃষি বিষয়ক যাবতীয় তথ্যাদি অত্র কার্যালয় থেকে সরবরাহ করা হয়।