Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, চলমান তীব্র তাপপ্রবাহে  ‘‘হিট স্ট্রোক’’ থেকে বাঁচার জন্য যথাসম্ভব দুপুরের প্রচন্ড রোদ এড়িয়ে সকালে ও বিকালে মাঠে কাজ করুন, হালকা রঙের ঢিলেঢালা সুতির জামা পরুন এবং প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করুন।


প্রশিক্ষণের বিস্তারিত

প্রশিক্ষণের বিস্তারিত:

কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয় খুলনার কম্পিউটার ল্যাবে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সভাপতি , সম্পাদক, কম্পিউটার অপারেটর ও কোষাধক্ষ গনের এআইসিসি পরিচালনা ও ই-কৃষির উপর নিম্নবর্নিত বিষয় সমূহের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১. কৃষি তথ্য বিস্তারে ই-কৃষি বিষয়ক ০২ দিনের কৃষক প্রষিক্ষণ

২.কৃষিতে তথ্য প্রযুক্তি বিষয়ক ডিএই অফিসারদের ০২ ‍দিন ব্যাপী প্রষিক্ষণ

৩. কৃষি তথ্য বিস্তারে ই-কৃষি বিষয়ক এআইসিসি কৃষকদের ০২ দিনের প্রশিক্ষণ

৪. কৃষিতে তথ্য প্রযুক্তির ‍উপর ০২ দিনের কৃষক প্রশিক্ষণ

৫. করোনাকালে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় এআইসিসি কৃষকদের ০২ দিনের কৃষক প্রশিক্ষণ

৬. কৃষিতে তথ্য প্রযুক্তি বিষয়ক এআইসিসি কৃষকদের ০২ দিনের কৃষক প্রশিক্ষণ