Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জরুরী বিজ্ঞপ্তি :  কৃষিজীবী ভাই বোনদের জানানো যাচ্ছে যে, চলমান তীব্র তাপপ্রবাহে  ‘‘হিট স্ট্রোক’’ থেকে বাঁচার জন্য যথাসম্ভব দুপুরের প্রচন্ড রোদ এড়িয়ে সকালে ও বিকালে মাঠে কাজ করুন, হালকা রঙের ঢিলেঢালা সুতির জামা পরুন এবং প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করুন।


শিরোনাম
খুলনার ডুমুরিয়ায় সমলয়ে বোরো রোপনের কার্যক্রম উদ্বোধন
বিস্তারিত

দেশে কৃষিতে যান্ত্রিকীকরণ জনপ্রিয় ও কৃষি শ্রমিকের সংকট মোকাবেলায় সরকারের কৃষি মন্ত্রণালয় সমলয় পদ্ধতিতে ধান চাষের কার্যক্রম শুরু করেছে। ২০২৩/২৪ অর্থ বছরে রবি মৌসুমী ব্লক প্রদর্শনী (৫০ একর) স্থাপনের মাধ্যমে সমলয়ে চাষাবাদ এর নিমিত্তে যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপণের উদ্বোধন করা হয়েছে। খুলনার ডুমুরিয়ায় উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ১৫ জানুয়ারী সকালে শরাফপুর ইউনিয়নের দত্তডাঙ্গা মাঠে অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে।


এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ নুরুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন, প্রতিবছর কৃষি শ্রমিকের সংখ্যা কমছে। ফসল কাটার সময় শ্রমিকসংকট এখন তাই প্রতিবছরের ঘটনা। সামনে এ সংকট আরও বাড়বে বৈ কমবে না। এ সমস্যার একটা সমাধান হতে পারে কৃষি যান্ত্রিকীকরণ। আধুনিক কৃষি যন্ত্রগুলো অল্প সময়ে অনেক বেশি কাজ করে। আর এগুলো চালনার জন্য লোকও কম লাগে ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল বি) মোঃ আসিফ ইকবাল।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন তুহিন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হামিদুল ইসলাম, কৃষি প্রকৌশলী দিপংকর চন্দ্র বালা, উপ-সহকারী কৃষি অফিসার আশুতোষ দাশ, করুনা মন্ডল, রেজাউল ইসলাম প্রমুখ।

                                                  সংবাদদাতা: মো: আবদুর রহমান, এআইসিও, কৃতসা,খুলনা।

ডাউনলোড
প্রকাশের তারিখ
18/01/2024
আর্কাইভ তারিখ
29/02/2024