Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

নাগরিক দলিল (সিটিজেন চার্টার) কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক দপ্তর,খুলনা

১. অফিস/দপ্তরের নাম         ঃআঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তার কার্যালয়, কৃষি তথ্য সার্ভিস,খুলনা।

২. ভিষন ও মিশন

   ক. ভিষন                          ঃ আধুনিক কৃষি তথ্য সেবা সহজলভ্য।

   খ. মিশন                           ঃ গণ মাধ্যমের সহায়তায় কৃষি তথ্য ও প্রযুক্তি সংশ্লিষ্ট উপকারভোগীদের

                                                কাছে সহজলভ্য করে টেকসই কৃষি উন্নয়নে জনসচেতনতা সৃষ্টি।

৩. কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক কার্যালয়, খুলনা থেকে যে সব সেবা পাওয়া যায় তা হলোঃ-

সেবা সমূহ

সেবা গ্রহনকারী

কৃষি তথ্য ও প্রযুক্তি ভিত্তিক প্রিন্ট মিডিয়া

ক.কৃষি তথ্য সার্ভিস নিজস্ব কার্যক্রম

১. নিয়মিতঃ  ক) কৃষি কথা- একমাত্র  সরকারী কৃষি ভিত্তিক মাসিক ম্যাগাজিন

খ. সম্প্রসারণ বার্তা- মাসিক কৃষি ভিত্তিক মাসিক ম্যাগাজিন

গ. কৃষি ডাইরি- কৃষির সর্বশেষ হালনাগাদ তথ্য প্রযুক্তি,কৃষি সম্পর্কীয় টেলিফোন এবং কৃষি শ্লোগান ছন্দ ভিত্তিক ৩৬৫ দিনের ডাইরি প্রতি ইংরেজী বছরে প্রধান দপ্তর থেকে ছাপানো হয়। অঞ্চল ভিত্তিক চাহিদার ভিত্তিতে সরকার নির্ধারিত মূল্যে অঞ্চলে সরবরাহ করা হয়।

২. অনিয়মিতঃ পোষ্টার,লিফলেট,বুকলেট,ফোল্ডার স্টিকার এসব সমসাময়িক কৃষি প্রযুক্তি তথ্য, চলমান গুরুত্বপূর্ণ ইস্যু ভিত্তিক প্রকাশনা

খ- বিজ্ঞপ্তিঃ সময়ভিত্তিক কৃষির করনীয়-প্রাকৃতিক দূর্যোগ, মহামারী, বিশেষ তথ্য প্রযুক্তি প্রচারণা সম্পর্কে জ্ঞাত করানো

কৃষি তথ্য প্রযুক্তি ভিত্তিক ইলেকট্রোনিক মিডিয়াঃ

আপামর কৃষক,ছাত্র-ছাত্রী, উদ্যোক্তা, খামারী, গবেষক,সম্প্রসারণবিদ, এনজিও কর্মী, আগ্রহী জনসাধারণ

 

কৃষি মন্ত্রণালয়াধীন সংস্থা প্রধাণ, উর্ধ্বতন কর্মকর্তা, গবেষক, বিজ্ঞানী, সম্প্রসারণবিদ ও কৃষিজীবি

সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, অবসর প্রাপ্ত কর্মকর্তা,কৃষি গবেষক

 

 

 

অঞ্চলের গ্রামিন জনগোষ্ঠির জন্য

 

 

দেশের কৃষিজীবীসহ আপামর জনগণ

ক.বেতার/ রেডিওঃ আঞ্চলিক দুটো প্রভাতী ও সান্ধকালীন অনুষ্ঠানের মাধ্যমে চলমান সময়োপযোগী তথ্য প্রযুক্তি খুলনা বেতার কেন্দ্রের চাষাবাদ অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ৪০মি. সম্প্রচার করা হয়। এছাড়া ফোন-ইন-প্রোগ্রামের মাধ্যমে কৃষকদের সমস্যার সরাসরি উত্তর দেয়া হয়। প্রতি শুক্রবার মহিলাদের নিয়ে চাষাবাদ অনুষ্ঠান প্রচার করা হয়

খ. টেলিভিশনঃ জাতীয়ভাবে মাটি ও মানুষ কৃষি তথ্য ও উন্নয়নমূলক অনুষ্ঠান সপ্তাহে ৫ দিন এবং বাংলার কৃষি প্রতিদিন বাংলাদেশ টেলিভিশনে সকাল ৭.২৫মিনিটে সম্প্রচার করা হয়।

বেতার শ্রোতামন্ডলী

 

 

 

 

 

কৃষির সাথে সম্পৃক্ত আগ্রহী শ্রোতাবৃন্দ

মাল্টিমিডিয়া প্রোডাকশন ও প্রমোশনঃ বিনোদনের মাধ্যমে কৃষি তথ্য প্রযুক্তি ভিত্তিক ডকুড্রামা,গান,নাটক তৈরী ও সম্প্রচার যা গ্রাম গঞ্জে,হাটবাজারে,শিক্ষাপ্রতিষ্ঠানে মেলায় সন্ধার পর প্রচারিত হয়।

অঞ্চলব্যাপী গ্রাম ও শহরের আগ্রহী দর্শক,কৃষক ছাত্র-শিক্ষক সহ কৃষিজীবী

প্রশিক্ষণঃ কৃষিতে উন্নয়ন যোগাযোগ- প্রযুক্তি হস্তান্তর কৌশল, ই-কৃষি, ই-গভর্নেন্স ও ই-কর্মাস, কৃষি ডিজাইনিং ও গ্রাফিক্স আঞ্চলিক দপ্তরে প্রতিষ্ঠিত ২৫টি কম্পিউটার সম্বলিত ল্যাবের মাধ্যমে কৃষি সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ও কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের অপারেটর,সভাপতি/সম্পাদকদের প্রশিক্ষণ

সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ যারা মিডিয়া ভিত্তিক কর্যক্রমে সংশ্লিষ্ট

কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রঃ কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক অফিস, খুলনার আওতায় খুলনা,বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, মাগুরা,চুয়ডাঙ্গা,কুষ্টিয়া ও মেহেরপুর  জেলার প্রত্যেক উপজেলায় একটি করে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন করে চাষিদেরকে সরকারের ডিজিটাল কার্যক্রমে অংশগ্রহন করা

এলাকার চাষি ও সাধারণ জনগণ

সরকার কর্তৃক নির্ধারিত ঘোষিত অন্যান্য সেবাগুলো প্রদান করা হয়

 সাধারণ জনগণ

 

৪. সেবাপ্রদানের নূন্যতম সময়সীমা      ঃ সকাল ৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা। এছাড়া জরুরী

                                                    প্রয়োজনে চাহিদা মাফিক সেবা প্রদান।

৫. সেবাপ্রদানের আইনানুগ ফি/ব্যয়      ঃ  নাই।

৬. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা                    ঃ আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা,কৃষি তথ্য সার্ভিস,খুলনা।

৭. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার টেলিফোন নং ঃ  ০৪১-৭২৪৮৪৯।

                                                                             

                                                                                            আঞ্চলিক বেতার কৃষি অফিসার

                                                                                                    কৃষি তথ্য সার্ভিস,খুলনা।