কৃষি তথ্য সার্ভিস, খুলনার এক বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে, গাছে আম ধারনের জন্য পরিচর্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আম গাছে মুকুল আসার সময়, ইতোমধ্যে অনেক গাছে মুকুল এসে গেছে। এ সময় হপার পোকার আক্রমণ ঘটতে পারে। অন্যদিকে পাউডারি মিলডিউ বা এ্যানথ্রাকনোজ রোগের আক্রমণ ঘটতে পারে। বৃষ্টি মেঘলা বা কুয়াশাছন্ন আবহাওয়ায় এ সমস্ত পোকা ও রোগের আক্রমন বেশী হয়। ফলে গাছে একবারেই কোন আম নাও ধরতে পারে। প্রতিকার হিসাবে সাইপারমেথিন ১০ ইসি গ্রুপের যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ০১ মিলিলিটার হারে এবং রোগ দমনের জন্য ম্যানকোজেব ৮০ ডাব্লুপি/ কার্বেন্ডাজিম ৫০ ডাব্লুপি গ্রুপের ছত্রাকনাশক যে কোন একটি প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে। মুকুলের দৈর্ঘ্য ৩-৪ ইঞ্চি বা ফুল ফোঁটার আগে একবার, একমাস পর আমের গুটি মটর দানার মত হলে দ্বিতীয়বার এবং আমের গুটি মার্বেলের মত হলে তৃতীয়বার স্প্রে করতে হবে।
প্রচার ধরনঃ চাষাবাদ, বাংলাদেশ বেতার, খুলনা।
কৃষি বিজ্ঞপ্তি টি জানিয়ে দেয়া হলো ।
প্রচারে: কৃষি তথ্য সার্ভিস, খুলনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস