গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয়
২৫২/১,শেরে বাংলা রোড,দ্বিতীয় তলা
খুলনা
স্মারকনং-১২.০৫.৪৭৫১.০০২.০০৬.১৫/১৬৯ তারিখঃ ১৪/০৮/২০১৮
বিজ্ঞপ্তি
আগামী ১৫ আগস্ট ২০১৮ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালনের জন্য কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক কার্যালয়, খুলনা নি¤œলিখিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি :১৫ আগস্ট ২০১৮
সকাল :০৭.৩০ টা কে আই বি খুলনা শাখার অস্থায়ী কার্যালয় প্রাণি সম্পদ দপ্তর থেকে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে র্যালিতে অংশ গ্রহন।
সকাল : ০৯.৩০ অফিসার্স ক্লাব,খুলনায় ডি সি অফিস কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অংশ গ্রহন।
দুপুর :০১.০০ কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক কার্যালয়, খুলনাতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন।
সন্ধ্যা : ৬.১০ বাংলাদেশ বেতার,খুলনার চাষাবাদ অনুষ্ঠানে জাতীয় শোক দিবস : কৃষি ও সরকার শিরোনামে ৪০ মিনিটের সরাসরি আলোচনা অনুষ্ঠান।
বিঃ দ্রঃ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গৃহিত কর্মসূচিতে কৃষি তথ্য সার্ভিস, খুলনার সকল কর্মকর্তা কর্মচারির অংশগ্রহণ বাধ্যতামূলক।
স্বাক্ষরিত/
( এম এম আব্দুর রাজ্জাক )
আঞ্চলিক বেতার কৃষি অফিসার
কৃষি তথ্য সার্ভিস খুলনা।
সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ:
১। পরিচালক, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস