রবি মওসুমে কৃষক ভাইদের করনীয়
রবি মওসুমে ফসলের বেশী ফলন পাওয়ার জন্য কৃষক-কৃষাণী ভাই-বোনদের প্রস্তুতি নেয়ার এখনই সময়
ভূট্টা |
মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত ভূট্টার বীজ বপন করুন। |
গম |
কার্তিক মাসের দ্বিতীয় পক্ষ থেকে গম বীজ বপনের প্রস্তুতি নিয়ে অগ্রহায়ণের ০১ থেকে ১৫ তারিখের মধ্যে বীজ বপন করতে হবে। দো-আঁশ মাটিতে গম ভাল হয়। বীজ বপনের আগে অনুমোদিত ছত্রাকনাশক প্রতি কেজি বীজে ৩ গ্রাম দিয়ে বীজ শোধন করে নেয়া ভালো। সেচযুক্ত চাষের জন্য বিঘা প্রতি ১৬ কেজি এবং সেচবিহীন চাষের জন্য বিঘাপ্রতি ১৩ কেজি বীজ বপন করতে হবে। |
সরিষা |
কার্তিক মাস সরিষা চাষের উপযুক্ত সময়। বিঘাপ্রতি গড়ে ৮০০ গ্রাম থেকে ১ কেজি সরিষার বীজ প্রয়োজন হয়। সরিষা ক্ষেতে মৌ-বক্স স্থাপন করুন। |
বাদাম ও অন্যান্য তেল জাতীয় ফসল |
সরিষা ছাড়াও অন্যান্য তেল ফসল যেমন: চিনাবাদাম,তিষি, সূর্যমূখী, এসময় চাষ করা যায়। চিনাবাদাম চাষের ক্ষেত্রে বারি উদ্ভাবিত উচ্চফলনশীল জাত ব্যবহার করুন। |
আলু |
মধ্য কার্তিক থেকে মধ্য অগ্রহায়ণ পর্যন্ত আলু বপনের উপযুক্ত সময়। নদীর ধারে পলিযুক্ত এবং বেলে দো-আঁশ প্রকৃতির মাটিতে মিষ্টিআলু ভালো ফলন দেয়। |
ডাল ফসল |
কার্তিক মাস খেসারি,ফেলন,সয়াবিন,ছোলাসহ অন্যান্য ডাল জাতীয় ফসল চাষের উপযুক্ত সময়। |
শাকসবজি |
এখন শীতকালীন শাকসবজি চাষের উপযুক্ত সময। লালশাক ও মুলাশাকের বীজও এ সময় বপন করতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব উন্নত জাতের দেশি-বিদেশি ফুলকপি, বাঁধাকপি,ওলকপি,শালগম,বাটিশাক,টমেটোর চারা উৎপাদনের জন্য বীজতলায় বীজ বপন করুন। |
মসলা জাতীয় ফসল |
কার্তিক মাস মসলা ফসলের মধ্যে পেঁয়াজ,রসুন,মবিচ,ধনিয়া,মেথি, কালিজিরা,মৌরি বপন/রোপণের উপযুক্ত সময়। এমাসের দ্বিতীয়ার্ধে বীজ উৎপাদনের জন্য পেঁয়াজের কন্দ ও রসুনের কোয়া জমিতে রোপন করতে হবে। |
বোরো ধানের বীজতলাতৈরী |
কার্তিক মাসের শেষার্ধ থেকে বীজতলা তৈরী করে আধুনিক জাতের বোরো ধানের বীজ বপন শুরু করুন। |
ভালো ফসল পাওয়ার জন্য মানসম্পন্ন উচ্চফলনশীল আধুনিক জাতের বীজ ব্যবহার করুন। এর দ্বারা ফসলের ফলন ১৫-২০% পর্যন্ত বাড়ানো সম্ভব। জমির উর্বরতা বৃদ্ধি ও মাটির স্বাস্থ্য রক্ষার লক্ষে সুষম মাত্রায় সার প্রয়োগ করা দরকার। কম্পোস্ট, ভার্মিকম্পোস্ট, সবুজ সার ও অন্যান্য জৈব সার ব্যবহার করুন। ক্ষতিকর রোগ ও পোকামাকড় দমনের জন্য জৈব বালাইনাশক, পার্চিং, আলোর ফাঁদ ও ফেরোমেন ট্র্যাপ ব্যবহারে পরিবেশ রক্ষা হয়। সাশ্রয়ী সেচের জন্য সেনিপা (AWD) ও ফিতা পাইপ ব্যবহার করুন এবয় জমিতে পরিমিত পরিমাণ সেচ দিন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস