Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জানুয়ারী মাসে আখ ক্ষেতে করণীয় বিষয়ে কীটতত্ব বিভাগের সুপারিশ
বিস্তারিত

আখের ক্ষতকির পোকামাকড়ের দমন ব্যবস্থাপনা

জানুয়ারি (পৌষ- মাঘ)

 

জানুয়ারী (পৌষ- মাঘ) মাসে ইক্ষুর জমিতে সাধারণত ২ টি পোকার আক্রমণ দখো যায়।

যেমনঃ আগাম মাজরা পোকা এবং উঁইপোকা

আগাম মাজরা পোকার দমন ব্যবস্থাপনাঃ

১। আগাম মাজরা পোকা আক্রান্ত গাছগুলো মাটরি নীচ থেকে পোকাসহ কেটে জড়ো করে পুড়িয়ে অথবা মাটির নীচে পুতে ধ্বংস করতে হব।

২। জমি আগাছামুক্ত রাখতে হবে।

৩। আখের সারির দুপাশে ২/৩ইঞ্চি অগভীর নালা করে কার্বোফুরান জাতীয় দানাদার কীটনাশক ফুরাডান ৫জি হেক্টর প্রতি ৪০ কেজি নালায় ছিটিয়ে প্রয়োগ করতে হবে অতঃপর মাটি দিয়ে ঢেকে দিতে হবে। মাটিতে যথেষ্ট জোঁ না থাকলে সেচ দিতে হবে।

উঁই পোকার দমন ব্যাবস্থাপনাঃ

১। উঁই পোকার ঢিবিসহ ধ্বংস করতে হবে এবং রানী উঁই সংগ্রহ করে মেরে ফেলতে হব।

২। যে সকল জমিতে উঁইপোকার আক্রমণের সম্ভবনা আছে সেকল জমিতে আাঁকা বাঁকা পদ্ধতিতে বীজথন্ড রোপণ করতে হবে।

২। খাদ্যফাঁদ ব্যবহার করতে হবে যমেনঃ মাটির হাঁড়িতে পাঠকাঠি/ধৈঞ্চার টুকরা ভার্তি করে জমিতে পুতে রেখে ২০/২৫দিন পর পর তুলে উঁই পোকাগুলো মেরে ফেলতে হবে।

৩। যে সকল জমিতে উঁইপোকার আক্রমণের সম্ভবনা আছে সেকল জমিতে রোপণের পূর্বে দানাদার জাতীয় কীটনাশক রিজেন্ট ৩জিআর প্রতি হেক্টরে ১৬.৬৬ কেজি হারে নালায় ছিটিয়ে প্রয়োগ করতে হবে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
02/01/2025
আর্কাইভ তারিখ
31/05/2025