কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উদ্যেগে ১৮ অক্টোবর সকাল ১০ টায় স্থানীয় ডিএই সম্মেলন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল-এর শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তালের চারা বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। ডিএই যশোরের উপপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ জাহিদুল আমিন। এ সময় তিনি ১৯৭৫ সালে ১৫ই আগস্টের কালো রাতে সপরিবারে জাতির পিতার বর্বরোচিত ও নির্মম হত্যাকান্ডের কথা তুলে ধরে বলেন, “ঘাতকেরা নিষ্পাপ ও কোমলমতি শিশু রাসেলকেও রেহাই দেয়নি” । তিনি শেখ রাসেল এর জন্ম দিবসকে ‘ক’ শ্রেণীভুক্ত জাতীয় দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে উপপরিচালক বলেন, এ দিবস উদযাপনের মাধ্যমে দেশের শিশু কিশোরেরা শেখ রাসেল সর্ম্পকে অনেক অজানা কথা জানতে পারবে যা তাদেরকে মানবতাবাদী ও অধিকারবোধ সম্পন্ন ভবিষ্যৎ নাগরিকে পরিনত করবে। তিনি শেখ রাসেল দিবস উদযাপনের মাধ্যমে শেখ রাসেল এর পবিত্র স্মৃতি আজীবন সকলের মাঝে বেঁচে থাকবে যা শিশু কিশোরদের নতুনভাবে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন। জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ দীপঙ্কর দাশ এর সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডিটিও মাগুরা কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন, ডিটিও মেহেরপুর কৃষিবিদ মোঃ সামছুল আলম ও ডিটিও ঝিনাইদহ কৃষিবিদ মোঃ আলী জিন্নাহ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত স্কুলের ছাত্র/ছাত্রীদের নিয়ে কেক কাটেন ও কর্মসূচীর অংশ হিসেবে তাদের মাঝে তালের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্কুলের ছাত্র/ছাত্রীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস