বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘চাষাবাদ’ এর চলতি বাংলা ১৪২৬ সালের শ্রাবন,ভাদ্র ও আশ্বিন মাসের ত্রৈমাসিক অনুষ্ঠান প্রণয়নের লক্ষ্যে এসডিজি অর্জনে বাংলাদেশ বেতার খুলনার কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষাবাদ র্শীষক এক সেমিনার গত ১৬ মে দুপুরে খুলনাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ পংকজ কান্তি মজুমদার এর সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, ডিএই খুলনার সাবেক উপপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ। কৃষি তথ্য সার্ভিস এর আঞ্চলিক কার্যালয় খুলনা আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেক ডিসিপ্লিনের সাবেক প্রধান মোঃ বশির আহমেদ. হর্টিকালচার সেন্টার দৌলতপুরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মোয়াজ্জেম হোসেন ও জেলা মৎস্য অফিসার মোঃ আবু সাইদ। সেমিনারে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার খুলনার উপ আঞ্চলিক পরিচালক রিপন কুমার ভদ্র। কৃতসা আঞ্চলিক কার্যালয়,খুলনার কৃষি তথ্য কেন্দ্র সংগঠক এস এম আহসান হাবিব এর সঞ্চলনায় ২ পর্বেরে এ অনুষ্ঠানে চাষাবাদ অনুষ্ঠানের স্মৃতিচারণ ও অনুষ্ঠানের পঠভূমির বিষয়ে আলোচনা করেন, কৃতসা আঞ্চলিক কার্যালয় খুলনার সাবেক আঞ্চলিক বেতার কৃষি অফিসার একেএম লুৎফর রহমান।চাষাবাদ অনুষ্ঠানের পরিচালক সৈয়দ আব্দুল মতিন অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ডিএই’র সাবেক উপপরিচালক বলেন, কৃষি বান্ধব বর্তমান সরকারের সঠিক কৃষি নীতির কারণে দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশের কৃষির অবস্থান অনেক উঁচুতে। এ অবস্থানকে আমদের ধরে রাখতে হবে। সভাপতির বক্তব্যে উপপরিচালক কৃষিবিদ পংকজ কান্তি মজুমদার বলেন, মাননীয় কৃষিমন্ত্রী গতানুগতিক কৃষি থেকে বেরিয়ে বাণিজ্যিককরণের আহবান জানিয়েছেন।সরকারের সুষ্ঠ কৃষি নীতির কারণে দেশে আজ রেকর্ড পরিমাণে চাল উৎপাদনে সক্ষম হয়েছে। খুলনা অঞ্চলের কৃষি অনেক বৈচিত্রময়। লবণাক্ত কৃষি, মিঠা পানির কৃষি, উপকূলীয় কৃষি, ছাদ কৃষিসহ নানা বৈচিত্রময় কৃষির নানা প্রযুক্তির বিষয়ে কৃষকদের পরিচিতিকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের চাষাবাদ অনুষ্ঠান পালন করে চলেছে।তিনি এ ধারাকে আরো বেগবান করতে চাষাবাদ অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। ত্রৈমাসিক অনুষ্ঠান পঞ্জীর এ সেমিনারে ডিএই খুলনার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,বাংলাদেশ বেতার খুলনার কর্মকর্তা, মৎস্য, প্রাণি সম্পদ, জেলা বাজার কর্মকর্তাসহ মোট ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস