Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রূপসায় এ বছর সরিষার আবাদ বেড়েছে ২৯২ ভাগ
বিস্তারিত

                               বর্তমান কৃষি বান্ধব সরকারের নানামুখী উৎপাদনমূলক পদক্ষেপ গ্রহণের ফলে এ খাতের সফলতা সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন  ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে। প্রচলিত শস্য বিন্যাসে গবেষণা প্রতিষ্ঠানের প্রমাণিত স্বল্পমেয়াদী তেল ফসলের আধুনিক জাত অন্তর্ভুক্তির  মাধ্যমে  বিশেষ করে সরিষা, তিল, সূর্যমুখি, চিনাবাদাম, সয়াবিনের আবাদী এলাকা  শতকরা ১৫ থেকে ২০ ভাগ বৃদ্ধির  কর্মসূচী নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। খুলনা জেলার রূপসা উপজেলায় এ বছর ২২৫হেক্টরে বারি সরিষা ১৪,১৫,১৭ এবং  বিনা সরিষা ৪ ও ৯ জাতের সরিষার চাষ হয়েছে যা গতবারের চেয়ে ১৪৮ হেক্টর বেশী।

                           এ বিষয়ে রূপসা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান জানান, মাননীয় কৃষি মন্ত্রীর নির্দেশনায় তেল ফসলের আমদানী ব্যয় কমানোর লক্ষ্যে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ লক্ষে উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি ব্লকে ১ হাজার ৪শত জন কৃষককে সরকারি প্রনোদনা, কৃষি গবেষণা ও রাজস্ব প্রণোদনার আওতায় ১৮০ বিঘা ও ৫০ টি তেল ফসলের প্রর্দশনীসহ  উদ্বুদ্ধ করে   বর্তমান রবি মৌসুমে শুধুমাত্র সরিষা ফসল আবাদ ২৯২ভাগ বাড়ানো সম্ভব হয়েছে। উপজেলায় সরিষা আবাদ ও উৎপাদন বাড়াতে পদক্ষেপ প্রসংঙ্গে তিনি জানান, মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় পতিত জমি চাষের আওতায় আনা এবং আমন মৌসুমে স্বল্প জীবনকালসম্পন্ন ধান চাষ ও রিলে পদ্ধতিতে সরিষা আবাদের মাধ্যমে সরিষা চাষ বাড়ানো সম্ভব হয়েছে। এ বছরের আবহাওয়া সরিষা আবাদের অনুকুলে হওয়ায় ৫০ হাজার কেজি সরিষা তেল উৎপাদন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
29/01/2023
আর্কাইভ তারিখ
28/02/2023