কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন এবং ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয় , খুলনার উদ্যেগে গত ২৯ নভেম্বর সকাল ৯টায় ২ দিন ব্যাপী “কৃষি তথ্য বিস্তারে ই-কৃষি” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ডিএই খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্ভোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃতসা খুলনার আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ এম এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল কার্যক্রম এগিয়ে নিতে আইসিটি’র কোন বিকল্প নেই। ই-কৃষি ও কৃষি বিষয়ক বিভিন্ন এ্যাপস এর মাধ্যমে সেবাসমুহ দ্রুত পৌছে আমাদের খাদ্য উৎপাদনে এগিয়ে আসতে হবে। কৃষি তথ্য সার্ভিস এআইসিসি প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ কৃষক চাষাবাদের তথ্য জেনে উপকৃত হচ্ছেন। সরকারি কৃষি কল সেন্টার ও কৃষক বন্ধু ফোন সেবার মাধ্যমে কৃষকগণ উপকৃত হচ্ছেন এবং এ কর্মসূচীকে এআইসিসি’র কৃষকদের প্রচারের মাধ্যমে আরো ছড়িয়ে দিতে উপস্থিত কৃষকদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে জেলা বীজ প্রত্যয়ন অফিসার, সাতক্ষীরা কৃষিবিদ অনুজ কুমার বিশ্বাস বলেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। প্রশিক্ষণের কোন বিকল্প নেই। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি সর্ম্পকে জানা যাবে। ডেক্সটপ বা ল্যাপটপ কম্পিউটার ব্যবহার না করে মোবাইলেও কৃষি বিষয়ক বিভিন্ন এ্যাপসের মাধ্যমে তথ্য জেনে আমরা উৎপাদন বৃদ্ধিতে এগিয়ে যেতে পারব। বিশেষ অতিথি হিসেব আরো বক্তব্য দেন, কৃতসা প্রধান কার্যালয়ের খুলনা ও বরিশালের মনিটরিং অফিসার কৃষিবিদ ফেরদৌসী বেগম। কৃতসা, খুলনার এআইসিও এস এম আহসান হাবিব এ উদ্ভোধনী অনুষ্ঠান সঞ্চলনা করেন। দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণে কৃতসা, খুলনা অঞ্চলের ৭ জেলার বিভিন্ন এআইসিসি’র ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস