কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(সম্প্রসারণ) সনৎ কুমার সাহা বলেছেন, আগামীর কৃষি হবে ব্যবহার ভিত্তিক। কৃষি উৎপাদনে নানা প্রতিকুলতা মোকাবেলা করে আমাদের সামগ্রিক কৃষির উৎপাদন বাড়াতে হবে এবং তার ধারাবাহিকতা ধরে রেখে কাজ করতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে খয়রাতি কৃষি থেকে বানিজ্যিক কৃষিতে আমাদেরকে অগ্রসর হতে হবে। মাটি পরীক্ষা করে সঠিক ফসল ফলাতে হবে। পরিবেশ সম্মত কৃষি উৎপাদন বাড়াতে কৃষি মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে। অতিরিক্ত সচিব গত ১৩ অক্টোবর শনিবার সকাল ১০টায় যশোরের খয়েরতলায় এসআরডিআই অডিটরিয়ামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট,সাতক্ষীরা আয়োজিত“খুলনা-যশোর অঞ্চলে বোরো ধনের আবাদ ও ফলন বৃদ্ধি” র্শীষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ব্রি মহাপরিচালক ড.মো: শাহজাহান কবীরের সভাপতিত্বে এ কর্মশালায় অতিরিক্ত সচিব বলেন, ভূ-গর্ভস্থ পানি ব্যবহার করে আমরা ধান উৎপাদনকে নিরুৎসাহিত করব। বোরো ধান উৎপাদন বিষয়ে তিনি বলেন, ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে বোরো ধান উৎপাদনে যদি লাভ হয় তাহলে বোরো ধান করব, না হলে করব না । তিনি মাঠ পর্যায়ে ধান বীজ উৎপাদন বিষয়ে বলেন, একজন অগ্রগামী কৃষককে প্রদশর্ণীর জন্য নির্বাচন করতে হবে এবং সম্ভব হলে তা গ্রুপভিত্তিক দিতে হবে এবং বীজ প্রত্যয়ন এজেন্সির মাধ্যমে প্রত্যয়ণ করে পরবর্তীতে তা বীজ হিসেবে ব্যবহার করা যাবে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, দক্ষিণাঞ্চলের খালগুলো সেচের পানির জন্য যথাযথ ব্যবহারের মাধ্যমে বোরো ধান উৎপাদন বাড়ানো সম্ভব। দক্ষিণাঞ্চলের লবণাক্ততার মাত্রা অনুযায়ী লবণ সহিষ্ণু জাত বাড়াতে তিনি ব্রি’র প্রতি আহবান জানান। মহাপরিচালক উপজেলা পর্যায়ে যে জাত গুলির বেশী চাহিদা রয়েছে সে গুলিকে অগ্রাধিকার দিয়ে বীজ উৎপাদনে এগিয়ে আসার জন্য বিএডিসি’র প্রতি অনুরোধ জানান। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন, ব্রি’র প্রশাসন ও সাধারণ পরিচর্যা পরিচালক ড. মোঃ আনছার আলী, ডিএই যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডীদাস কুন্ডু, খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্রি সাতক্ষীরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ইব্রাহিম। অনুষ্ঠানে জেলার প্রবন্ধ উপস্থাপন করেন, ডিএই সাতক্ষীরার উপপরিচালক কাজী আব্দুল মান্নান, খুলনা উপপরিচালক মোঃ আব্দুল লতিফ, বাগেরহাট উপপরিচালক মোঃ আফতাব উদ্দিন ও যশোরের উপপরিচালক মোঃ এমদাদ হোসেন শেখ। সভাপতির বক্তব্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর বলেন, বোরো ধান উৎপাদনে সঠিক ব্যবস্থাপনা ও জাত ব্যবহার করতে পারলে এটিকে লাভজনক পর্যায়ে নেয়া সম্ভব হবে। দিনব্যাপী এ কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর ও খুলনা অঞ্চলের চার জেলার জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ব্রি, বারি, এসসিএ, এআইএস, এসআরডিআই, এনজিও প্রতিনিধি,বীজ ও সার ডিলার, কৃষক প্রতিনিধিসহ প্রায় ৮0 জন উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস