কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বিপ্লব ঘোষনা করেছিলেন, সেই সবুজ বিপ্লব ঘটাতে আমাদের আন্তরিক হয়ে কাজ করতে হবে। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বলেন, কৃষিই হচ্ছে আমাদের অর্থনীতির মূল চাবিকাঠি। কৃষি ও কৃষককে উৎপাদনের জন্য বেশী গুরুত্ব দিতে হবে। এজন্য বৈশ্বিক করোনাকালে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সরকার পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষনা করেছেন। তিনি ২৭ নভেম্বর যশোরে ঝিকরগাছার গদখালীতে কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, কৃষি উৎপাদনের জন্য কৃষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ আমাদের কৃষি ব্যবস্থাপনাকে উন্নত করে; আমরা যেন উৎপাদন ঘাটতিতে না থাকি, কৃষি আমাদের নিরাপত্তা দিতে পারে সেজন্য মাননীয় কৃষি মন্ত্রী কৃষকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিরন্তর কাজ করে চলেছেন। কৃষির আধুনিকায়ন, যান্ত্রিকীকরণ, কৃষকের হাট চালু করে কৃষকেরা লাভবান হতে পারেন উল্লেখ করে সচিব বলেন, সারাদেশে পেঁয়াজ উৎপাদনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে প্রয়োজনীয় বীজ ও অন্যান্য উপকরন সরবরাহ করতে মাননীয় প্রধানমন্ত্রী ২৫ কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। তিনি আরো বলেন, কৃষকেরা যাতে করে কম মূল্যে ফসল উৎপাদন করতে পারে এবং সমৃদ্ধ হতে পারে সেজন্য কৃষি ঋনের সুদ শতকরা ৯ ভাগ থেকে কমিয়ে ৪ ভাগে নামিয়ে আনা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলাম এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে গদখালী ফ্লাওয়ার সোসাইটির সভাপতি মোঃ আব্দুর রহিম ফুল চাষিদের ঋন সুবিধা ও ফুল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এর আগে কৃষি সচিব ফুল ও সবজি উৎপাদন সম্প্রসারণে বিএডিসি’র ড্রিপ ইরিগেশন কর্মসূচীর আওতায় উচ্চমূল্যের অফসিজন সবজি ও ফুল মাঠ পরিদর্শন করেন। পরে তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগরে অবস্থিত বিএডিসি’র বীজ উৎপাদন খামারের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস